ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিকে শামীম অর্থ পাচার মামলায় খালাস, বা ১০ বছরের সাজা বাতিল চীনের নতুন যুদ্ধবিমান: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে এক জবাব আহত ফিলিস্তিনিদের জন্য দ্বীপে চিকিৎসাকেন্দ্র প্রস্তুত করছে ইন্দোনেশিয়া বাংলাদেশ সেনাবাহিনী ও তার্কিশ এয়ারলাইন্সের মধ্যে ভ্রমণ সুবিধায় সমঝোতা স্মারক সাক্ষর ঝিনাইগাতীতে বাস পুকুরে উল্টে তিন মাসের শিশুর মৃত্যু, আহত অন্তত ২০ চালু হবে জাতীয় পুরস্কার,মাইলস্টোন শিক্ষক মেহরিন চৌধুরীর নামে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: ড. ইউনূস দ্রুত চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: বেবিচক চেয়ারম্যানের আশ্বাস হিরো আলমকে তালাক দিলেন রিয়া মনি নিউজিল্যান্ডের স্কোয়াডে বড় পরিবর্তন, তিন ক্রিকেটার ছিটকে

ই/স/রা/য়ে/লে যুক্তরাষ্ট্রের দূতাবাস সাময়িক বন্ধ, নিরাপত্তা সতর্কতা জারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 14

ছবি সংগৃহীত

 

ইসরায়েলের জেরুজালেমে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। একই সঙ্গে তেল আবিবে অবস্থিত কনস্যুলার কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতিতে এই পদক্ষেপের কথা জানিয়েছে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, বর্তমানে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলে অবস্থানরত সরকারি মার্কিন কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের নিজ বাসভবন অথবা তার আশেপাশে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এখন পর্যন্ত ইসরায়েল থেকে যুক্তরাষ্ট্রে ফেরার বিষয়ে মার্কিন নাগরিকদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হয়নি বলেও জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। এর পাশাপাশি জানানো হয়েছে, ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর এবং সমুদ্রবন্দরগুলো বর্তমানে বন্ধ রয়েছে।

এদিকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের রেভুলিউশনারি গার্ড তেল আবিবের আশপাশের এলাকাগুলো খালি করার নির্দেশ দিয়েছে। ইরানি গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, পূর্ব দিক থেকে আসা দুটি ড্রোন তারা সফলভাবে ‘নিষ্ক্রিয়’ করেছে। এসব ড্রোন ইসরায়েলের ডেড সি এলাকায় সাইরেন বাজিয়ে আতঙ্ক ছড়িয়েছিল। একইসঙ্গে ইরান ইসরায়েলের একাধিক শহরের ওপর ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

চলমান এই উত্তেজনায় ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে পরিস্থিতির উপর নজর রাখছে আন্তর্জাতিক মহলও।

সূত্র: সিএনএন, রয়টার্স

নিউজটি শেয়ার করুন

ই/স/রা/য়ে/লে যুক্তরাষ্ট্রের দূতাবাস সাময়িক বন্ধ, নিরাপত্তা সতর্কতা জারি

আপডেট সময় ০১:১৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

 

ইসরায়েলের জেরুজালেমে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। একই সঙ্গে তেল আবিবে অবস্থিত কনস্যুলার কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতিতে এই পদক্ষেপের কথা জানিয়েছে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, বর্তমানে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলে অবস্থানরত সরকারি মার্কিন কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের নিজ বাসভবন অথবা তার আশেপাশে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এখন পর্যন্ত ইসরায়েল থেকে যুক্তরাষ্ট্রে ফেরার বিষয়ে মার্কিন নাগরিকদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হয়নি বলেও জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। এর পাশাপাশি জানানো হয়েছে, ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর এবং সমুদ্রবন্দরগুলো বর্তমানে বন্ধ রয়েছে।

এদিকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের রেভুলিউশনারি গার্ড তেল আবিবের আশপাশের এলাকাগুলো খালি করার নির্দেশ দিয়েছে। ইরানি গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, পূর্ব দিক থেকে আসা দুটি ড্রোন তারা সফলভাবে ‘নিষ্ক্রিয়’ করেছে। এসব ড্রোন ইসরায়েলের ডেড সি এলাকায় সাইরেন বাজিয়ে আতঙ্ক ছড়িয়েছিল। একইসঙ্গে ইরান ইসরায়েলের একাধিক শহরের ওপর ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

চলমান এই উত্তেজনায় ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে পরিস্থিতির উপর নজর রাখছে আন্তর্জাতিক মহলও।

সূত্র: সিএনএন, রয়টার্স