ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিকে শামীম অর্থ পাচার মামলায় খালাস, বা ১০ বছরের সাজা বাতিল চীনের নতুন যুদ্ধবিমান: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে এক জবাব আহত ফিলিস্তিনিদের জন্য দ্বীপে চিকিৎসাকেন্দ্র প্রস্তুত করছে ইন্দোনেশিয়া বাংলাদেশ সেনাবাহিনী ও তার্কিশ এয়ারলাইন্সের মধ্যে ভ্রমণ সুবিধায় সমঝোতা স্মারক সাক্ষর ঝিনাইগাতীতে বাস পুকুরে উল্টে তিন মাসের শিশুর মৃত্যু, আহত অন্তত ২০ চালু হবে জাতীয় পুরস্কার,মাইলস্টোন শিক্ষক মেহরিন চৌধুরীর নামে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: ড. ইউনূস দ্রুত চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: বেবিচক চেয়ারম্যানের আশ্বাস হিরো আলমকে তালাক দিলেন রিয়া মনি নিউজিল্যান্ডের স্কোয়াডে বড় পরিবর্তন, তিন ক্রিকেটার ছিটকে

করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই, প্রস্তুত রয়েছে সরকার: ডা. সায়েদুর রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / 17

ছবি সংগৃহীত

 

 

করোনা পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো অবস্থা এখনো তৈরি হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি জানান, দেশে করোনা পরীক্ষার সুবিধা ও চিকিৎসা ব্যবস্থাপনায় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

সোমবার (১৬ জুন) সকালে রাজধানীর জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

ডা. সায়েদুর রহমান বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে আমরা সব সময় প্রস্তুত রয়েছি। যদি করোনা সংক্রমণ আবারও বেড়ে যায়, সে ক্ষেত্রে চিকিৎসার জন্য ঢাকা ও চট্টগ্রামে দুটি বিশেষায়িত হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে অন্যান্য হাসপাতালেও বিশেষ ইউনিট গড়ে তোলা হবে।”

তিনি আরও জানান, করোনা চিকিৎসার পাশাপাশি অন্যান্য সংক্রামক রোগের প্রতিরোধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালের সক্ষমতা বাড়ানো হয়েছে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতিও সরবরাহ করা হয়েছে।

জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল পরিদর্শনের সময় তিনি হাসপাতালের সেবার মান ও চিকিৎসা কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, “এই হাসপাতালের ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবা সন্তোষজনক। স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে এরকম হাসপাতালগুলোকে উৎসাহ দেওয়া প্রয়োজন।”

অন্যদিকে, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের অবকাঠামোগত দুর্বলতার বিষয়ে তিনি বলেন, “এই হাসপাতালের পরিকাঠামো ও প্রযুক্তিগত দিক আরও উন্নত করার প্রয়োজন রয়েছে। বিশেষ করে ক্রমবর্ধমান রোগীর চাপ মোকাবেলায় হাসপাতালটির আধুনিকীকরণ জরুরি।”

এ সময় ডা. সায়েদুর রহমান দেশের দক্ষিণাঞ্চলে ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, “দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। এ বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়নে সরকারের আন্তরিক প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি। বলেন, “সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। রোগীদের যাতে সঠিক সময়ে চিকিৎসা সেবা দেওয়া যায়, সেজন্য আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই, প্রস্তুত রয়েছে সরকার: ডা. সায়েদুর রহমান

আপডেট সময় ০২:৩৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

 

 

করোনা পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো অবস্থা এখনো তৈরি হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি জানান, দেশে করোনা পরীক্ষার সুবিধা ও চিকিৎসা ব্যবস্থাপনায় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

সোমবার (১৬ জুন) সকালে রাজধানীর জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

ডা. সায়েদুর রহমান বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে আমরা সব সময় প্রস্তুত রয়েছি। যদি করোনা সংক্রমণ আবারও বেড়ে যায়, সে ক্ষেত্রে চিকিৎসার জন্য ঢাকা ও চট্টগ্রামে দুটি বিশেষায়িত হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে অন্যান্য হাসপাতালেও বিশেষ ইউনিট গড়ে তোলা হবে।”

তিনি আরও জানান, করোনা চিকিৎসার পাশাপাশি অন্যান্য সংক্রামক রোগের প্রতিরোধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালের সক্ষমতা বাড়ানো হয়েছে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতিও সরবরাহ করা হয়েছে।

জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল পরিদর্শনের সময় তিনি হাসপাতালের সেবার মান ও চিকিৎসা কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, “এই হাসপাতালের ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবা সন্তোষজনক। স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে এরকম হাসপাতালগুলোকে উৎসাহ দেওয়া প্রয়োজন।”

অন্যদিকে, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের অবকাঠামোগত দুর্বলতার বিষয়ে তিনি বলেন, “এই হাসপাতালের পরিকাঠামো ও প্রযুক্তিগত দিক আরও উন্নত করার প্রয়োজন রয়েছে। বিশেষ করে ক্রমবর্ধমান রোগীর চাপ মোকাবেলায় হাসপাতালটির আধুনিকীকরণ জরুরি।”

এ সময় ডা. সায়েদুর রহমান দেশের দক্ষিণাঞ্চলে ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, “দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। এ বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়নে সরকারের আন্তরিক প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি। বলেন, “সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। রোগীদের যাতে সঠিক সময়ে চিকিৎসা সেবা দেওয়া যায়, সেজন্য আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি।”