০৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

ইসরায়েল-ইরান উত্তেজনায় ক্লাব বিশ্বকাপে খেলতে পারছেন না ইরানি ফরোয়ার্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 34

ছবি সংগৃহীত

 

 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা নতুন করে তীব্র হয়ে উঠেছে ইসরায়েল-ইরান সংঘাতের কারণে। এরই প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও। চলতি ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নিতে পারছেন না ইন্টার মিলানের ইরানিয়ান ফরোয়ার্ড মেহদি তারেমি। নিজ দেশে আটকে পড়ায় দলটির সঙ্গে যুক্তরাষ্ট্রে যোগ দিতে পারেননি তিনি।

বিজ্ঞাপন

গত শুক্রবার ভোরে ইসরায়েল, ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর জবাবে পাল্টা হামলা চালায় ইরানও। মধ্যপ্রাচ্যের এই টানটান পরিস্থিতিতে ইরান থেকে নির্ধারিত বেশিরভাগ ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে শনিবার ইন্টার মিলানের মূল দলে যোগ দেওয়ার কথা থাকলেও, তেহরান থেকে আর বের হতে পারেননি তারেমি।

বাংলাদেশ সময় রোববার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে শুরু হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের এবারের আসর। ইতিহাসে প্রথমবার ৩২টি ক্লাব নিয়ে আয়োজিত এই মেগা টুর্নামেন্টে অংশ নিচ্ছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। তাদের প্রথম ম্যাচ আগামী বুধবার সকালে মেক্সিকোর ক্লাব মন্টেরির বিপক্ষে। তবে ম্যাচটিতে তারেমির না খেলাই এখন নিশ্চিত।

ইতালিয়ান সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইরানের বিমান চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত মেহদি তারেমির ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

২০২৪ সালে পর্তুগিজ ক্লাব পোর্তো থেকে ইন্টার মিলানে যোগ দেন ৩২ বছর বয়সী তারেমি। প্রথম মৌসুমেই ইতালিয়ান সিরি-আতে ৭টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন, আর ১৯টি ম্যাচে মাঠে নামেন বদলি হিসেবে। এবার রানার্সআপ হওয়া ইন্টারের হয়ে একটি গোলও করেছেন তিনি।

এছাড়া, এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১২টি ম্যাচে খেলেছেন তারেমি। যদিও প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে ফাইনালে মাঠে নামার সুযোগ পাননি। ঐ ম্যাচে ৫-০ ব্যবধানে জয় পেয়ে ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে নেয় পিএসজি।

তবে জাতীয় দলের হয়ে এখনো সক্রিয় রয়েছেন এই ফরোয়ার্ড। গত মঙ্গলবার বিশ্বকাপ বাছাইপর্বে উত্তর কোরিয়ার বিপক্ষে ইরানের হয়ে খেলেছেন তিনি এবং দলের ৩-০ গোলের জয়ে একটি গোলও করেছেন।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েল-ইরান উত্তেজনায় ক্লাব বিশ্বকাপে খেলতে পারছেন না ইরানি ফরোয়ার্ড

আপডেট সময় ০৩:১৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

 

 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা নতুন করে তীব্র হয়ে উঠেছে ইসরায়েল-ইরান সংঘাতের কারণে। এরই প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও। চলতি ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নিতে পারছেন না ইন্টার মিলানের ইরানিয়ান ফরোয়ার্ড মেহদি তারেমি। নিজ দেশে আটকে পড়ায় দলটির সঙ্গে যুক্তরাষ্ট্রে যোগ দিতে পারেননি তিনি।

বিজ্ঞাপন

গত শুক্রবার ভোরে ইসরায়েল, ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর জবাবে পাল্টা হামলা চালায় ইরানও। মধ্যপ্রাচ্যের এই টানটান পরিস্থিতিতে ইরান থেকে নির্ধারিত বেশিরভাগ ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে শনিবার ইন্টার মিলানের মূল দলে যোগ দেওয়ার কথা থাকলেও, তেহরান থেকে আর বের হতে পারেননি তারেমি।

বাংলাদেশ সময় রোববার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে শুরু হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের এবারের আসর। ইতিহাসে প্রথমবার ৩২টি ক্লাব নিয়ে আয়োজিত এই মেগা টুর্নামেন্টে অংশ নিচ্ছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। তাদের প্রথম ম্যাচ আগামী বুধবার সকালে মেক্সিকোর ক্লাব মন্টেরির বিপক্ষে। তবে ম্যাচটিতে তারেমির না খেলাই এখন নিশ্চিত।

ইতালিয়ান সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইরানের বিমান চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত মেহদি তারেমির ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

২০২৪ সালে পর্তুগিজ ক্লাব পোর্তো থেকে ইন্টার মিলানে যোগ দেন ৩২ বছর বয়সী তারেমি। প্রথম মৌসুমেই ইতালিয়ান সিরি-আতে ৭টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন, আর ১৯টি ম্যাচে মাঠে নামেন বদলি হিসেবে। এবার রানার্সআপ হওয়া ইন্টারের হয়ে একটি গোলও করেছেন তিনি।

এছাড়া, এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১২টি ম্যাচে খেলেছেন তারেমি। যদিও প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে ফাইনালে মাঠে নামার সুযোগ পাননি। ঐ ম্যাচে ৫-০ ব্যবধানে জয় পেয়ে ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে নেয় পিএসজি।

তবে জাতীয় দলের হয়ে এখনো সক্রিয় রয়েছেন এই ফরোয়ার্ড। গত মঙ্গলবার বিশ্বকাপ বাছাইপর্বে উত্তর কোরিয়ার বিপক্ষে ইরানের হয়ে খেলেছেন তিনি এবং দলের ৩-০ গোলের জয়ে একটি গোলও করেছেন।