ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজায় ত্রাণের মাধ্যমে জীবাণু যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল চীনের সি৯৪৯ জেটলাইনার কি সুপারসনিক বিমান ভ্রমণের স্বর্ণযুগ ফিরিয়ে আনবে? ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ‘মন ও মানসিকতার যুদ্ধেও জয়ী’ হওয়ার দাবি ইরানের বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যেই সাংবাদিককে গলা কেটে হত্যা জিকে শামীম অর্থ পাচার মামলায় খালাস, বা ১০ বছরের সাজা বাতিল চীনের নতুন যুদ্ধবিমান: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে এক জবাব আহত ফিলিস্তিনিদের জন্য দ্বীপে চিকিৎসাকেন্দ্র প্রস্তুত করছে ইন্দোনেশিয়া বাংলাদেশ সেনাবাহিনী ও তার্কিশ এয়ারলাইন্সের মধ্যে ভ্রমণ সুবিধায় সমঝোতা স্মারক সাক্ষর ঝিনাইগাতীতে বাস পুকুরে উল্টে তিন মাসের শিশুর মৃত্যু, আহত অন্তত ২০ চালু হবে জাতীয় পুরস্কার,মাইলস্টোন শিক্ষক মেহরিন চৌধুরীর নামে

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৭ জন নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 19

ছবি সংগৃহীত

 

 

ভারতে একের পর এক বিমান দুর্ঘটনার খবরের মধ্যেই এবার উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনই তীর্থযাত্রী।

রবিবার (১৫ জুন) স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। NDTV’র প্রতিবেদনে বলা হয়েছে, কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীর দিকে যাওয়ার পথে আরিয়ান এভিয়েশনের হেলিকপ্টারটি জঙ্গলে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝামাঝি এলাকায় অবস্থিত।

উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট অথরিটি (UCADA) জানায়, উড্ডয়নের প্রায় ১০ মিনিট পরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। এতে পাইলটসহ onboard থাকা সাতজনই প্রাণ হারান। নিহতদের মধ্যে একজন শিশু তীর্থযাত্রীও রয়েছে।

তীর্থযাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে গভীর শোক প্রকাশ করেন।

হেলিকপ্টার বিধ্বস্তের সঠিক কারণ এখনও জানা না গেলেও, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি অথবা খারাপ আবহাওয়াকে দায়ী করা হচ্ছে।

এর মাত্র তিনদিন আগেই, ১২ জুন, আরেকটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে ভারতের গুজরাটে। সেদিন ২৩২ জন যাত্রী ও ১০ জন ক্রু নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়া বিমানটি আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর ভেঙে পড়ে। ভয়াবহ সেই দুর্ঘটনায় ২৭০ জনের মরদেহ উদ্ধার হয়, যাদের মধ্যে ২৪১ জনই ছিলেন বিমানের যাত্রী ও ক্রু।

দেশটিতে একের পর এক এই ধরনের বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনায় বাড়ছে উদ্বেগ ও প্রশ্ন। নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৭ জন নিহত

আপডেট সময় ১১:২০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

 

 

ভারতে একের পর এক বিমান দুর্ঘটনার খবরের মধ্যেই এবার উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনই তীর্থযাত্রী।

রবিবার (১৫ জুন) স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। NDTV’র প্রতিবেদনে বলা হয়েছে, কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীর দিকে যাওয়ার পথে আরিয়ান এভিয়েশনের হেলিকপ্টারটি জঙ্গলে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝামাঝি এলাকায় অবস্থিত।

উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট অথরিটি (UCADA) জানায়, উড্ডয়নের প্রায় ১০ মিনিট পরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। এতে পাইলটসহ onboard থাকা সাতজনই প্রাণ হারান। নিহতদের মধ্যে একজন শিশু তীর্থযাত্রীও রয়েছে।

তীর্থযাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে গভীর শোক প্রকাশ করেন।

হেলিকপ্টার বিধ্বস্তের সঠিক কারণ এখনও জানা না গেলেও, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি অথবা খারাপ আবহাওয়াকে দায়ী করা হচ্ছে।

এর মাত্র তিনদিন আগেই, ১২ জুন, আরেকটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে ভারতের গুজরাটে। সেদিন ২৩২ জন যাত্রী ও ১০ জন ক্রু নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়া বিমানটি আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর ভেঙে পড়ে। ভয়াবহ সেই দুর্ঘটনায় ২৭০ জনের মরদেহ উদ্ধার হয়, যাদের মধ্যে ২৪১ জনই ছিলেন বিমানের যাত্রী ও ক্রু।

দেশটিতে একের পর এক এই ধরনের বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনায় বাড়ছে উদ্বেগ ও প্রশ্ন। নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।