০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
‘জুলাই যোদ্ধা’ শনাক্তে গোয়েন্দা তদন্ত শুরু কুয়াকাটার হোটেলে ঝুলন্ত মরদেহ, স্বামী পরিচয়ে থাকা যুবকের খোঁজ নেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বৃদ্ধি: যোগ হচ্ছে ফিলিস্তিনসহ আরও ছয় দেশ ‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে ফিরছি’: তারেক রহমান হাদিকে গুলি: প্রধান আসামি ফয়সালের বাবা–মা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা

আ.লীগ নেতা লিয়াকত আলীকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 54

ছবি সংগৃহীত

 

খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলীকে (৭০) স্থানীয় জনতা আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। শনিবার (১৪ জুন) দুপুরে খুলনার খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিয়াকত আলীর বিরুদ্ধে মামলা রয়েছে। সেইসঙ্গে স্থানীয়ভাবে তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও রাজনৈতিক দমন-পীড়নের অভিযোগও রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি তিনি একটি মামলায় জামিনে মুক্তি পান।

বিজ্ঞাপন

জানা গেছে, ফুলবাড়ীগেট বাজারে হঠাৎ করে লিয়াকত আলীকে দেখে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। তাদের অনেকেই পূর্বের অভিযোগ ও মামলাগুলো নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ পোষণ করছিলেন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে এবং গণধোলাই দেয়। পরে পুলিশে খবর দিলে স্থানীয়রা তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “লিয়াকত আলীকে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে আমাদের হেফাজতে দিয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে কিছু মামলার তদন্ত চলমান। সম্প্রতি তিনি একটি মামলায় জামিনে ছাড়া পেয়েছেন। বর্তমানে তিনি থানায় হেফাজতে আছেন এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জনমানসে বিতর্কিত হয়ে ওঠা লিয়াকত আলীর প্রকাশ্যে উপস্থিতি স্থানীয়দের মধ্যে ক্ষোভের বিস্ফোরণ ঘটায় বলে অনেকে মনে করছেন।

এদিকে, আওয়ামী লীগের মহানগর পর্যায়ের একাধিক নেতাকর্মী এ ঘটনায় মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন। তবে দলীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে সংগঠনের উচ্চপর্যায়ে আলোচনা চলছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, লিয়াকত আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার পাশাপাশি আরও কিছু স্থানীয় মামলা তদন্তাধীন রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন

আ.লীগ নেতা লিয়াকত আলীকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ

আপডেট সময় ০৫:৫৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

 

খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলীকে (৭০) স্থানীয় জনতা আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। শনিবার (১৪ জুন) দুপুরে খুলনার খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিয়াকত আলীর বিরুদ্ধে মামলা রয়েছে। সেইসঙ্গে স্থানীয়ভাবে তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও রাজনৈতিক দমন-পীড়নের অভিযোগও রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি তিনি একটি মামলায় জামিনে মুক্তি পান।

বিজ্ঞাপন

জানা গেছে, ফুলবাড়ীগেট বাজারে হঠাৎ করে লিয়াকত আলীকে দেখে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। তাদের অনেকেই পূর্বের অভিযোগ ও মামলাগুলো নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ পোষণ করছিলেন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে এবং গণধোলাই দেয়। পরে পুলিশে খবর দিলে স্থানীয়রা তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “লিয়াকত আলীকে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে আমাদের হেফাজতে দিয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে কিছু মামলার তদন্ত চলমান। সম্প্রতি তিনি একটি মামলায় জামিনে ছাড়া পেয়েছেন। বর্তমানে তিনি থানায় হেফাজতে আছেন এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জনমানসে বিতর্কিত হয়ে ওঠা লিয়াকত আলীর প্রকাশ্যে উপস্থিতি স্থানীয়দের মধ্যে ক্ষোভের বিস্ফোরণ ঘটায় বলে অনেকে মনে করছেন।

এদিকে, আওয়ামী লীগের মহানগর পর্যায়ের একাধিক নেতাকর্মী এ ঘটনায় মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন। তবে দলীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে সংগঠনের উচ্চপর্যায়ে আলোচনা চলছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, লিয়াকত আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার পাশাপাশি আরও কিছু স্থানীয় মামলা তদন্তাধীন রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।