০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প

চট্টগ্রামে হত্যা ও মাদকসহ ১৩ মামলার আসামি মজনু গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 54

ছবি সংগৃহীত

 

চট্টগ্রামে হত্যা, নাশকতা, মাদক ও আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটানোসহ বিভিন্ন অপরাধে দায়ের হওয়া ১৩টি মামলার পলাতক আসামি মো. ফরহাদ উদ্দিন মজনুকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। তিনি নগরীর বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকার বাসিন্দা এবং মরহুম কালাল উদ্দিনের ছেলে।

শনিবার (১৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন। তিনি জানান, শুক্রবার রাত ১০টার দিকে নগরীর পূর্ব শহীদনগর এলাকা থেকে অভিযান চালিয়ে মজনুকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত ফরহাদ উদ্দিন মজনুর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার রাউজান থানায় হত্যা, মাদক, নাশকতা এবং আইন-শৃঙ্খলা ভঙ্গসহ নানা অপরাধে মোট ১৩টি মামলা রয়েছে। এসব মামলার বেশ কয়েকটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল।

গ্রেপ্তারের পর মজনুকে র‌্যাব সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করে। পরে পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে বলে জানানো হয়।

র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, মজনু দীর্ঘদিন ধরে পলাতক ছিল এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পলাতক অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান চলমান থাকবে।

 

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে হত্যা ও মাদকসহ ১৩ মামলার আসামি মজনু গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৪৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

 

চট্টগ্রামে হত্যা, নাশকতা, মাদক ও আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটানোসহ বিভিন্ন অপরাধে দায়ের হওয়া ১৩টি মামলার পলাতক আসামি মো. ফরহাদ উদ্দিন মজনুকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। তিনি নগরীর বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকার বাসিন্দা এবং মরহুম কালাল উদ্দিনের ছেলে।

শনিবার (১৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন। তিনি জানান, শুক্রবার রাত ১০টার দিকে নগরীর পূর্ব শহীদনগর এলাকা থেকে অভিযান চালিয়ে মজনুকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত ফরহাদ উদ্দিন মজনুর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার রাউজান থানায় হত্যা, মাদক, নাশকতা এবং আইন-শৃঙ্খলা ভঙ্গসহ নানা অপরাধে মোট ১৩টি মামলা রয়েছে। এসব মামলার বেশ কয়েকটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল।

গ্রেপ্তারের পর মজনুকে র‌্যাব সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করে। পরে পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে বলে জানানো হয়।

র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, মজনু দীর্ঘদিন ধরে পলাতক ছিল এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পলাতক অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান চলমান থাকবে।