ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কিশোরগঞ্জের পাগলা মসজিদের ডোনেশন ওয়েবসাইট উদ্বোধন কুমিল্লার মুরাদনগরে ট্রিপল মার্ডার: দুই দিন পর মামলা দায়ের, গ্রেপ্তার ২ জন লোহাগড়ায় একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম তুরস্কে জুলাইয়ে বিরল তুষারপাত, অন্যদিকে দাবানলে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না: সচিবের হুঁশিয়ারি শান্তি রক্ষায় তেহরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে পাকিস্তান: পাক প্রধানমন্ত্রী আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করলো সিএমপি চট্টগ্রামে রেললাইনে মৃত্যু বাড়ছে, দেড় বছরে নিহত ২৪৪: রেলওয়ে পুলিশ সূত্র ফ্রান্স-মালয়েশিয়া সম্পর্কের নতুন মাইলফলক: ২০ বিলিয়ন ডলারের বিমান চুক্তি বর্তমান সময়ে সুষ্ঠ নির্বাচনের কথা কল্পনাও করা যায় না: ডা. শফিকুর রহমান

ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাসহ নিহত ৭৮ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 33

ছবি সংগৃহীত

 

ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৮ জন এবং আহত হয়েছেন আরও ৩২০ জন। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারাও।

বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েল একযোগে হামলা চালায় ইরানের রাজধানী তেহরানসহ একাধিক শহরে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এই তথ্য নিশ্চিত করেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি সাঈদ ইরাওয়ানি। সংবাদমাধ্যম ইরনা এ খবর নিশ্চিত করেছে।

ইসরায়েলের এই হামলা ছিল নজিরবিহীন। শুধুমাত্র সামরিক ঘাঁটি নয়, আবাসিক এলাকাও টার্গেটে ছিল। ফলে বেসামরিক হতাহতের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। এ ঘটনায় পরিস্থিতি আরও জটিল ও সহিংস হয়ে ওঠে।

সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়ে ইরানের সামরিক নেতৃত্ব। হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হন।

এই ঘটনার পরপরই ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী নতুন সামরিক নেতৃত্ব নিয়োগ দেন। ধারণা করা হচ্ছে, এই পরিবর্তন ইসরায়েলের পরবর্তী হামলা প্রতিহত এবং প্রতিশোধ পরিকল্পনা বাস্তবায়নের অংশ।

ইরান এ হামলার পর দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে শুক্রবারই পাল্টা প্রতিশোধমূলক হামলা শুরু করে। উভয় পক্ষের এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের সরাসরি আক্রমণ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যেই পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে।

ইসরায়েল এখনও হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও, এই অভিযানের পেছনে তাদের জড়িত থাকার তথ্য উঠে এসেছে বিভিন্ন সূত্রে।

এই হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি এখন ইরান-ইসরায়েল সম্পর্কের ভবিষ্যৎ গতিপথের দিকে।

 

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাসহ নিহত ৭৮ জন

আপডেট সময় ১০:৪৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

 

ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৮ জন এবং আহত হয়েছেন আরও ৩২০ জন। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারাও।

বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েল একযোগে হামলা চালায় ইরানের রাজধানী তেহরানসহ একাধিক শহরে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এই তথ্য নিশ্চিত করেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি সাঈদ ইরাওয়ানি। সংবাদমাধ্যম ইরনা এ খবর নিশ্চিত করেছে।

ইসরায়েলের এই হামলা ছিল নজিরবিহীন। শুধুমাত্র সামরিক ঘাঁটি নয়, আবাসিক এলাকাও টার্গেটে ছিল। ফলে বেসামরিক হতাহতের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। এ ঘটনায় পরিস্থিতি আরও জটিল ও সহিংস হয়ে ওঠে।

সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়ে ইরানের সামরিক নেতৃত্ব। হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হন।

এই ঘটনার পরপরই ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী নতুন সামরিক নেতৃত্ব নিয়োগ দেন। ধারণা করা হচ্ছে, এই পরিবর্তন ইসরায়েলের পরবর্তী হামলা প্রতিহত এবং প্রতিশোধ পরিকল্পনা বাস্তবায়নের অংশ।

ইরান এ হামলার পর দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে শুক্রবারই পাল্টা প্রতিশোধমূলক হামলা শুরু করে। উভয় পক্ষের এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের সরাসরি আক্রমণ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যেই পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে।

ইসরায়েল এখনও হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও, এই অভিযানের পেছনে তাদের জড়িত থাকার তথ্য উঠে এসেছে বিভিন্ন সূত্রে।

এই হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি এখন ইরান-ইসরায়েল সম্পর্কের ভবিষ্যৎ গতিপথের দিকে।