ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজা সিটির দিকে ইসরায়েলের পূর্ণ দখল অভিযান, ৮ লাখ মানুষের জীবন হুমকিতে। “ফ্রান্সে দাবানলের তাণ্ডব: পুড়ে গেছে ৪২ হাজার একর এলাকা” হুথিদের নতুন নৌ ক্রুজ মিসাইল ‘সাইয়াদ’, লোহিত সাগরে নতুন গেম চেঞ্জার গাজায় ত্রাণের মাধ্যমে জীবাণু যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল চীনের সি৯৪৯ জেটলাইনার কি সুপারসনিক বিমান ভ্রমণের স্বর্ণযুগ ফিরিয়ে আনবে? ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ‘মন ও মানসিকতার যুদ্ধেও জয়ী’ হওয়ার দাবি ইরানের বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যেই সাংবাদিককে গলা কেটে হত্যা জিকে শামীম অর্থ পাচার মামলায় খালাস, বা ১০ বছরের সাজা বাতিল চীনের নতুন যুদ্ধবিমান: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে এক জবাব আহত ফিলিস্তিনিদের জন্য দ্বীপে চিকিৎসাকেন্দ্র প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

আজ ব্রিটেনে কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 20

ছবি সংগৃহীত

 

ব্রিটেনের মর্যাদাসম্পন্ন পুরস্কার ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ জুন) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, লন্ডনের ঐতিহাসিক সেন্ট জেমস প্যালেসে এক বিশেষ আয়োজনে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস নিজ হাতে এই সম্মানজনক পুরস্কার তুলে দেবেন অধ্যাপক ইউনূসের হাতে। সামাজিক ঐক্য, মানবিক সহাবস্থান ও বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

এই গুরুত্বপূর্ণ পুরস্কার গ্রহণ ছাড়াও, আজ অধ্যাপক ইউনূস বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করবেন। উভয়ের মধ্যে বিশ্বশান্তি, সামাজিক উন্নয়ন এবং মানবকল্যাণমূলক নানা উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়াও, আজই অধ্যাপক ইউনূসের ওয়েস্ট মিনিস্টারে হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হল-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা, সংসদীয় সম্পর্ক এবং সামাজিক উদ্যোগ বিষয়ক আলোচনার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর আগেও বহু আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তবে রাজকীয় এই পুরস্কার তাঁর আন্তর্জাতিক ভাবমূর্তি এবং বৈশ্বিক প্রভাবকে আরও সমৃদ্ধ করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার এই বিশেষ অর্জনকে দেশের জন্য এক গৌরবজনক অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আজ ব্রিটেনে কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

আপডেট সময় ০৫:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

 

ব্রিটেনের মর্যাদাসম্পন্ন পুরস্কার ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ জুন) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, লন্ডনের ঐতিহাসিক সেন্ট জেমস প্যালেসে এক বিশেষ আয়োজনে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস নিজ হাতে এই সম্মানজনক পুরস্কার তুলে দেবেন অধ্যাপক ইউনূসের হাতে। সামাজিক ঐক্য, মানবিক সহাবস্থান ও বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

এই গুরুত্বপূর্ণ পুরস্কার গ্রহণ ছাড়াও, আজ অধ্যাপক ইউনূস বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করবেন। উভয়ের মধ্যে বিশ্বশান্তি, সামাজিক উন্নয়ন এবং মানবকল্যাণমূলক নানা উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়াও, আজই অধ্যাপক ইউনূসের ওয়েস্ট মিনিস্টারে হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হল-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা, সংসদীয় সম্পর্ক এবং সামাজিক উদ্যোগ বিষয়ক আলোচনার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর আগেও বহু আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তবে রাজকীয় এই পুরস্কার তাঁর আন্তর্জাতিক ভাবমূর্তি এবং বৈশ্বিক প্রভাবকে আরও সমৃদ্ধ করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার এই বিশেষ অর্জনকে দেশের জন্য এক গৌরবজনক অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।