ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজা সিটির দিকে ইসরায়েলের পূর্ণ দখল অভিযান, ৮ লাখ মানুষের জীবন হুমকিতে। “ফ্রান্সে দাবানলের তাণ্ডব: পুড়ে গেছে ৪২ হাজার একর এলাকা” হুথিদের নতুন নৌ ক্রুজ মিসাইল ‘সাইয়াদ’, লোহিত সাগরে নতুন গেম চেঞ্জার গাজায় ত্রাণের মাধ্যমে জীবাণু যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল চীনের সি৯৪৯ জেটলাইনার কি সুপারসনিক বিমান ভ্রমণের স্বর্ণযুগ ফিরিয়ে আনবে? ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ‘মন ও মানসিকতার যুদ্ধেও জয়ী’ হওয়ার দাবি ইরানের বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যেই সাংবাদিককে গলা কেটে হত্যা জিকে শামীম অর্থ পাচার মামলায় খালাস, বা ১০ বছরের সাজা বাতিল চীনের নতুন যুদ্ধবিমান: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে এক জবাব আহত ফিলিস্তিনিদের জন্য দ্বীপে চিকিৎসাকেন্দ্র প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

ট্রাম্পকে নিয়ে কটাক্ষের জন্য অনুশোচনা প্রকাশ করলেন ইলন মাস্ক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 39

ছবি সংগৃহীত

 

বিশ্বের শীর্ষ ধনী ও টেসলা-স্পেসএক্সের কর্ণধার ইলন মাস্ক এবার আলোচনায় এলেন এক ভিন্ন ভূমিকায় নিজেই করলেন অনুশোচনা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে করা আগের মন্তব্যগুলোর জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

বুধবার (১১ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (পূর্বতন টুইটার)-এ এক পোস্টে ইলন মাস্ক লেখেন, “গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে দেওয়া কিছু পোস্টে আমি বাড়াবাড়ি করে ফেলেছি। আমি সেগুলোর জন্য অনুতপ্ত।”

এমন অনুশোচনা মাস্কের পক্ষ থেকে বিরল। ট্রাম্পের বাজেট বিল নিয়ে দ্বন্দ্ব শুরু হলে প্রথমে মাস্ক সরে দাঁড়ান ট্রাম্প প্রশাসনের উপদেষ্টার পদ থেকে। এরপর এক্সে একের পর এক বিস্ফোরক মন্তব্যে ট্রাম্প ও তার নীতির বিরুদ্ধে সরব হন তিনি।

এক পোস্টে মাস্ক দাবি করেছিলেন, তার সহযোগিতা ছাড়া ট্রাম্প কোনোভাবেই নির্বাচনে জয়ী হতে পারতেন না। ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর সরকারি চুক্তি ও ভর্তুকি বাতিল করে দেওয়া হতে পারে।

বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মাস্ক অভিযোগ তোলেন, যৌন অপরাধে অভিযুক্ত জেফরি এপস্টেইনের মামলার নথিতে ট্রাম্পের নাম রয়েছে এবং সে কারণেই প্রশাসন তা গোপন রেখেছে। যদিও কয়েক দিনের মধ্যেই সেই পোস্টটি সরিয়ে ফেলেন মাস্ক, এবং পরে আর এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ট্রাম্প।

মাস্ক এবার দুঃখ প্রকাশ করলেও ঠিক কোন পোস্ট বা মন্তব্যগুলো তার অনুশোচনার কারণ, তা স্পষ্ট করেননি।

প্রায় দুই সপ্তাহ আগে ট্রাম্প যখন রসিকতা করে মাস্ককে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিশিয়েন্সি’ থেকে বিদায় জানান, তখনও তাদের সম্পর্ক তুলনামূলকভাবে বন্ধুত্বপূর্ণ বলেই মনে হচ্ছিল। তবে বাজেট বিলকে ‘জঘন্য ও ন্যক্কারজনক’ আখ্যা দিয়ে মাস্ক প্রকাশ্যে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি মন্তব্য করেন, এই বিলই ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রকৃত রূপ তুলে ধরবে।

এ নিয়ে ট্রাম্প বলেন, “ইলন ও আমার মধ্যে দারুণ সম্পর্ক ছিল। জানি না এখনো আছে কি না। আমি বেশ অবাক হয়েছি।”

সূত্র: এএফপি

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পকে নিয়ে কটাক্ষের জন্য অনুশোচনা প্রকাশ করলেন ইলন মাস্ক

আপডেট সময় ১১:০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

 

বিশ্বের শীর্ষ ধনী ও টেসলা-স্পেসএক্সের কর্ণধার ইলন মাস্ক এবার আলোচনায় এলেন এক ভিন্ন ভূমিকায় নিজেই করলেন অনুশোচনা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে করা আগের মন্তব্যগুলোর জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

বুধবার (১১ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (পূর্বতন টুইটার)-এ এক পোস্টে ইলন মাস্ক লেখেন, “গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে দেওয়া কিছু পোস্টে আমি বাড়াবাড়ি করে ফেলেছি। আমি সেগুলোর জন্য অনুতপ্ত।”

এমন অনুশোচনা মাস্কের পক্ষ থেকে বিরল। ট্রাম্পের বাজেট বিল নিয়ে দ্বন্দ্ব শুরু হলে প্রথমে মাস্ক সরে দাঁড়ান ট্রাম্প প্রশাসনের উপদেষ্টার পদ থেকে। এরপর এক্সে একের পর এক বিস্ফোরক মন্তব্যে ট্রাম্প ও তার নীতির বিরুদ্ধে সরব হন তিনি।

এক পোস্টে মাস্ক দাবি করেছিলেন, তার সহযোগিতা ছাড়া ট্রাম্প কোনোভাবেই নির্বাচনে জয়ী হতে পারতেন না। ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর সরকারি চুক্তি ও ভর্তুকি বাতিল করে দেওয়া হতে পারে।

বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মাস্ক অভিযোগ তোলেন, যৌন অপরাধে অভিযুক্ত জেফরি এপস্টেইনের মামলার নথিতে ট্রাম্পের নাম রয়েছে এবং সে কারণেই প্রশাসন তা গোপন রেখেছে। যদিও কয়েক দিনের মধ্যেই সেই পোস্টটি সরিয়ে ফেলেন মাস্ক, এবং পরে আর এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ট্রাম্প।

মাস্ক এবার দুঃখ প্রকাশ করলেও ঠিক কোন পোস্ট বা মন্তব্যগুলো তার অনুশোচনার কারণ, তা স্পষ্ট করেননি।

প্রায় দুই সপ্তাহ আগে ট্রাম্প যখন রসিকতা করে মাস্ককে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিশিয়েন্সি’ থেকে বিদায় জানান, তখনও তাদের সম্পর্ক তুলনামূলকভাবে বন্ধুত্বপূর্ণ বলেই মনে হচ্ছিল। তবে বাজেট বিলকে ‘জঘন্য ও ন্যক্কারজনক’ আখ্যা দিয়ে মাস্ক প্রকাশ্যে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি মন্তব্য করেন, এই বিলই ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রকৃত রূপ তুলে ধরবে।

এ নিয়ে ট্রাম্প বলেন, “ইলন ও আমার মধ্যে দারুণ সম্পর্ক ছিল। জানি না এখনো আছে কি না। আমি বেশ অবাক হয়েছি।”

সূত্র: এএফপি