ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিকে শামীম অর্থ পাচার মামলায় খালাস, বা ১০ বছরের সাজা বাতিল চীনের নতুন যুদ্ধবিমান: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে এক জবাব আহত ফিলিস্তিনিদের জন্য দ্বীপে চিকিৎসাকেন্দ্র প্রস্তুত করছে ইন্দোনেশিয়া বাংলাদেশ সেনাবাহিনী ও তার্কিশ এয়ারলাইন্সের মধ্যে ভ্রমণ সুবিধায় সমঝোতা স্মারক সাক্ষর ঝিনাইগাতীতে বাস পুকুরে উল্টে তিন মাসের শিশুর মৃত্যু, আহত অন্তত ২০ চালু হবে জাতীয় পুরস্কার,মাইলস্টোন শিক্ষক মেহরিন চৌধুরীর নামে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: ড. ইউনূস দ্রুত চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: বেবিচক চেয়ারম্যানের আশ্বাস হিরো আলমকে তালাক দিলেন রিয়া মনি নিউজিল্যান্ডের স্কোয়াডে বড় পরিবর্তন, তিন ক্রিকেটার ছিটকে

আবারও হাসপাতালগুলোতে করোনা পরীক্ষা চালু: সতর্কতা জারি স্বাস্থ্য অধিদপ্তরের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 34

ছবি সংগৃহীত

 

দেশে করোনাভাইরাস সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ায় সীমিত পরিসরে আবারও করোনা পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিকভাবে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব রয়েছে, সেখানে এই কার্যক্রম চালু হবে।

বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশীদ এক বিবৃতিতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে করোনা পরীক্ষা পুনরায় শুরু করার প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

অধ্যাপক হালিমুর রশীদ বলেন, “আমরা আশা করছি আগামী ১০ দিনের মধ্যে সীমিত আকারে করোনা পরীক্ষা চালু করা সম্ভব হবে। তবে এটি শুধু উপসর্গযুক্ত ব্যক্তিদের জন্যই প্রযোজ্য থাকবে।”

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র যাদের শরীরে কোভিড–১৯-এর উপসর্গ রয়েছে (যেমন: জ্বর, কাশি, শ্বাসকষ্ট), অথবা যাদের চিকিৎসক করোনা পরীক্ষার পরামর্শ দেবেন, তারাই এই পরীক্ষার আওতায় আসবেন।

করোনা পরীক্ষা চালু করতে প্রয়োজনীয় কিট সংগ্রহে নেওয়া হয়েছে পদক্ষেপ। স্থানীয় কোম্পানিগুলোর পাশাপাশি বিদেশ থেকেও কিট আমদানির নির্দেশনা দেওয়া হয়েছে সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোকে (সিএমএসডি)।

শুরুতে যে হাসপাতালগুলোতে এই কার্যক্রম শুরু হবে, তার মধ্যে রয়েছে: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়াও যেসব জেলা হাসপাতালে আরটি–পিসিআর ল্যাব রয়েছে, সেগুলোকেও এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১০১টি নমুনা পরীক্ষায় ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১২.৮৭%। এর আগের দিন ৪১টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৫ জন। আক্রান্তদের সবাই ঢাকা মহানগরের বাসিন্দা।

বিশেষজ্ঞদের মতে, এই হারে সংক্রমণ অব্যাহত থাকলে অন্যান্য অঞ্চলেও ঝুঁকি বাড়বে। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পরীক্ষার কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সবাইকে আবারও মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোয়া এবং উপসর্গ দেখা দিলে বাড়িতে অবস্থানের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধ্যাপক হালিমুর রশীদ বলেন, “আমরা চাই না পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাক। তাই সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।”

নিউজটি শেয়ার করুন

আবারও হাসপাতালগুলোতে করোনা পরীক্ষা চালু: সতর্কতা জারি স্বাস্থ্য অধিদপ্তরের

আপডেট সময় ১২:২৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

 

দেশে করোনাভাইরাস সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ায় সীমিত পরিসরে আবারও করোনা পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিকভাবে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব রয়েছে, সেখানে এই কার্যক্রম চালু হবে।

বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশীদ এক বিবৃতিতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে করোনা পরীক্ষা পুনরায় শুরু করার প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

অধ্যাপক হালিমুর রশীদ বলেন, “আমরা আশা করছি আগামী ১০ দিনের মধ্যে সীমিত আকারে করোনা পরীক্ষা চালু করা সম্ভব হবে। তবে এটি শুধু উপসর্গযুক্ত ব্যক্তিদের জন্যই প্রযোজ্য থাকবে।”

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র যাদের শরীরে কোভিড–১৯-এর উপসর্গ রয়েছে (যেমন: জ্বর, কাশি, শ্বাসকষ্ট), অথবা যাদের চিকিৎসক করোনা পরীক্ষার পরামর্শ দেবেন, তারাই এই পরীক্ষার আওতায় আসবেন।

করোনা পরীক্ষা চালু করতে প্রয়োজনীয় কিট সংগ্রহে নেওয়া হয়েছে পদক্ষেপ। স্থানীয় কোম্পানিগুলোর পাশাপাশি বিদেশ থেকেও কিট আমদানির নির্দেশনা দেওয়া হয়েছে সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোকে (সিএমএসডি)।

শুরুতে যে হাসপাতালগুলোতে এই কার্যক্রম শুরু হবে, তার মধ্যে রয়েছে: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়াও যেসব জেলা হাসপাতালে আরটি–পিসিআর ল্যাব রয়েছে, সেগুলোকেও এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১০১টি নমুনা পরীক্ষায় ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১২.৮৭%। এর আগের দিন ৪১টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৫ জন। আক্রান্তদের সবাই ঢাকা মহানগরের বাসিন্দা।

বিশেষজ্ঞদের মতে, এই হারে সংক্রমণ অব্যাহত থাকলে অন্যান্য অঞ্চলেও ঝুঁকি বাড়বে। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পরীক্ষার কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সবাইকে আবারও মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোয়া এবং উপসর্গ দেখা দিলে বাড়িতে অবস্থানের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধ্যাপক হালিমুর রশীদ বলেন, “আমরা চাই না পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাক। তাই সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।”