ডেঙ্গুর প্রকোপ
বছরের প্রথম ১১ দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭৩
- আপডেট সময় ০৮:২১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- / 122
এডিস মশাবাহী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত এক দিনে মারা গেছেন আরও একজন। চলতি বছরের প্রথম ১১ দিনে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন, যা ১১ দিনের মোট ভর্তির সংখ্যা ৫৭৩-এ পৌঁছেছে। শনিবার (১১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ময়মনসিংহ বিভাগে সর্বশেষ একজনের মৃত্যু হয়েছে। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বাধিক ১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা বিভাগে ৯ জন করে ১৮ জন, রাজশাহীতে ৫ জন, চট্টগ্রামে ৪ জন এবং বরিশাল, খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট ৩ জন রয়েছেন।
বছরের প্রথম দিন থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে ঢাকার দুই সিটি করপোরেশন, চট্টগ্রাম ও ময়মনসিংহে মোট চারজনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১ দিনে ১১৯ জন। এরপর ঢাকার অন্যান্য এলাকাসহ চট্টগ্রাম ও বরিশালে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য।






















