০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন

বন্যার জলে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন, বিপাকে কুড়িগ্রামের চরবাসীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 168

ছবি সংগৃহীত

 

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে কুড়িগ্রামে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। হঠাৎ করে পানি বাড়ায় তলিয়ে গেছে বহু ফসলি জমি। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন চরাঞ্চলের কৃষকরা। ইতোমধ্যে বাদাম, পাট, পটল, তিল, কাউনসহ মৌসুমি সবজির জমি পানিতে ডুবে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

চরের কৃষকদের এখন দুশ্চিন্তার যেন শেষ নেই। বৃষ্টির পানি ও ঢলে জমির ফসল তলিয়ে গেছে। হাতে কোনো বিকল্প নেই, চোখে-মুখে হতাশার ছাপ স্পষ্ট। ফসল রক্ষায় কিছুই করতে পারেননি তারা।

বিজ্ঞাপন

একজন ক্ষতিগ্রস্ত কৃষক জানান, “পাহাড়ি ঢল আসার আগেই জমিতে বাদাম আর পটল চাষ করেছিলাম। ভালো ফলনের আশা ছিল। কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টিতে সব শেষ।” আরেক কৃষক বলেন, “টানা বৃষ্টি আর নদীর পানি বাড়ায় পুরো জমি এখন পানির নিচে। কীভাবে চলবো, ভেবে পাচ্ছি না।”

জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় প্রায় ৩০০ হেক্টর জমির ফসল সম্পূর্ণ বা جزিভাবে নষ্ট হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহকারী উপ-পরিচালক ড. মো. মামুনুর রহমান বলেন, “পানি নামার সঙ্গে সঙ্গেই ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান করা হবে। আমরা কৃষকদের পাশে আছি।”

জেলার কৃষকরা দ্রুত সহায়তা পাওয়ার দাবি জানিয়েছেন, যাতে আগামী মৌসুমে চাষাবাদে ফিরে যেতে পারেন।

স্থানীয়রা মনে করছেন, নিয়মিত নদী শাসন এবং পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় প্রতিবছর এমন ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের। সময়মতো কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বন্যার জলে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন, বিপাকে কুড়িগ্রামের চরবাসীরা

আপডেট সময় ১০:৪৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

 

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে কুড়িগ্রামে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। হঠাৎ করে পানি বাড়ায় তলিয়ে গেছে বহু ফসলি জমি। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন চরাঞ্চলের কৃষকরা। ইতোমধ্যে বাদাম, পাট, পটল, তিল, কাউনসহ মৌসুমি সবজির জমি পানিতে ডুবে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

চরের কৃষকদের এখন দুশ্চিন্তার যেন শেষ নেই। বৃষ্টির পানি ও ঢলে জমির ফসল তলিয়ে গেছে। হাতে কোনো বিকল্প নেই, চোখে-মুখে হতাশার ছাপ স্পষ্ট। ফসল রক্ষায় কিছুই করতে পারেননি তারা।

বিজ্ঞাপন

একজন ক্ষতিগ্রস্ত কৃষক জানান, “পাহাড়ি ঢল আসার আগেই জমিতে বাদাম আর পটল চাষ করেছিলাম। ভালো ফলনের আশা ছিল। কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টিতে সব শেষ।” আরেক কৃষক বলেন, “টানা বৃষ্টি আর নদীর পানি বাড়ায় পুরো জমি এখন পানির নিচে। কীভাবে চলবো, ভেবে পাচ্ছি না।”

জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় প্রায় ৩০০ হেক্টর জমির ফসল সম্পূর্ণ বা جزিভাবে নষ্ট হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহকারী উপ-পরিচালক ড. মো. মামুনুর রহমান বলেন, “পানি নামার সঙ্গে সঙ্গেই ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান করা হবে। আমরা কৃষকদের পাশে আছি।”

জেলার কৃষকরা দ্রুত সহায়তা পাওয়ার দাবি জানিয়েছেন, যাতে আগামী মৌসুমে চাষাবাদে ফিরে যেতে পারেন।

স্থানীয়রা মনে করছেন, নিয়মিত নদী শাসন এবং পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় প্রতিবছর এমন ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের। সময়মতো কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।