০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন

ভারতে বৃদ্ধি পাচ্ছে করোনা আতঙ্ক, ২৪ ঘণ্টায় প্রাণহানি ৩ জনের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 156

ছবি সংগৃহীত

 

ভারতে ফের বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা, যা জনমনে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩২৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছেন আরও ৩ জন। এসব তথ্য উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতে সক্রিয় কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬,৮১৫ জনে। এর আগের ২৪ ঘণ্টায় নতুন করে ৩২৪ জন আক্রান্ত হয়েছেন এবং ৩ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে, রাজ্যভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি সক্রিয় করোনা রোগী শনাক্ত হয়েছে কেরালায়, যেখানে ২,০৫৩ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এর পরে রয়েছে গুজরাট (১,১০৯), পশ্চিমবঙ্গ (৭৪৭), দিল্লি (৬৯১) এবং মহারাষ্ট্র (৬১৩)।

বিশেষত কেরালা ও গুজরাটে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, অনেকেই এখনো স্বাস্থ্যবিধি মানছেন না, যা সংক্রমণের বিস্তার রোধে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে।

এনডিটিভির খবরে আরও বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকার সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে। বিশেষজ্ঞরা বলছেন, যদিও সংক্রমণের সংখ্যা এখনও আগের তুলনায় কম, তবুও এই বাড়তি সংক্রমণ হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

সরকার সাধারণ জনগণকে আবারও করোনা বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে যেমন, মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা। পাশাপাশি যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেখানে পরীক্ষার হার বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

দেশজুড়ে স্বাস্থ্য বিভাগগুলোকে সতর্ক করা হয়েছে এবং হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে সম্ভাব্য সংক্রমণ বৃদ্ধির মোকাবিলায়।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

ভারতে বৃদ্ধি পাচ্ছে করোনা আতঙ্ক, ২৪ ঘণ্টায় প্রাণহানি ৩ জনের

আপডেট সময় ০৮:৩৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

 

ভারতে ফের বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা, যা জনমনে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩২৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছেন আরও ৩ জন। এসব তথ্য উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতে সক্রিয় কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬,৮১৫ জনে। এর আগের ২৪ ঘণ্টায় নতুন করে ৩২৪ জন আক্রান্ত হয়েছেন এবং ৩ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে, রাজ্যভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি সক্রিয় করোনা রোগী শনাক্ত হয়েছে কেরালায়, যেখানে ২,০৫৩ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এর পরে রয়েছে গুজরাট (১,১০৯), পশ্চিমবঙ্গ (৭৪৭), দিল্লি (৬৯১) এবং মহারাষ্ট্র (৬১৩)।

বিশেষত কেরালা ও গুজরাটে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, অনেকেই এখনো স্বাস্থ্যবিধি মানছেন না, যা সংক্রমণের বিস্তার রোধে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে।

এনডিটিভির খবরে আরও বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকার সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে। বিশেষজ্ঞরা বলছেন, যদিও সংক্রমণের সংখ্যা এখনও আগের তুলনায় কম, তবুও এই বাড়তি সংক্রমণ হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

সরকার সাধারণ জনগণকে আবারও করোনা বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে যেমন, মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা। পাশাপাশি যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেখানে পরীক্ষার হার বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

দেশজুড়ে স্বাস্থ্য বিভাগগুলোকে সতর্ক করা হয়েছে এবং হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে সম্ভাব্য সংক্রমণ বৃদ্ধির মোকাবিলায়।

সূত্র: এনডিটিভি