ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শহীদ মিনারে এনসিপির ২৪ দফা ইশতেহার ঘোষণা মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ‘৩৬ জুলাই’ “শেখ হাসিনা: সব অপরাধের নিউক্লিয়াস, বললেন চিফ প্রসিকিউটর” ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত “১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক” কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে, আটক ৫ সাইবার সিকিউরিটিখাতে এ বছরের সবচেয়ে বড় ডিল – ইসরায়েলি কোম্পানি বিক্রি হচ্ছে ২৫ বিলিয়ন ডলারে “ইরান চায় চীন-পাকিস্তান সিল্ক রোডে যুক্ত হতে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান” “রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন: নিরাপত্তা জোরদার” “হ্যামস্ট্রিং চোটে ভুগছেন মেসি: মাঠ ছাড়লেন ১১ মিনিটে”

সব ধর্মের মানুষের মিলিত চেষ্টায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াত আমিরের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 23

ছবি সংগৃহীত

 

ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ নয় এমন মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা এই দেশেই জন্মেছি, আমরা এই দেশেরই মর্যাদাবান নাগরিক। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান এই চার ধর্মের অনুসারীরাই একত্রে বাংলাদেশ গড়েছে এবং ভবিষ্যতেও সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

সোমবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত সকল ধর্মাবলম্বীর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় ডা. শফিকুর রহমান বলেন, “৫ আগস্টের পর আমাদের কী হবে এই প্রশ্ন অনেকেই করেছিলেন। সত্যি বলতে, এরপর আমার স্ত্রী-সন্তান এমনকি বাবা-মাও আমাকে পাননি। আমাদের স্বাভাবিক জীবনযাপন করতেও দেওয়া হয়নি। অথচ আমি কোনো অপরাধী নই। আমি চোর, ডাকাত, সন্ত্রাসী বা খুনি নই। তাহলে আমাকে কেন জেলে রাখা হলো? এমন অন্যায় শুধু আমার নয়, লক্ষ মানুষের সঙ্গেই ঘটেছে। আমাদের সুখ-দুঃখে অংশ নেওয়ার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি।”

এক হৃদয়বিদারক ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, “সম্প্রতি বরগুনায় পঞ্চম শ্রেণির এক শিশুকে ধর্ষণের পর তার বাবাকে খুন করা হয়, কারণ তিনি মামলা করেছিলেন। ভিকটিমের পরিবার এখন নিঃস্ব তিনটি মেয়ের মধ্যে বড় মেয়েটির বয়স মাত্র ১১, ছোট দুটির একজন আড়াই মাসের। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিহত হওয়ার পর ওই মা প্রায় অচেতন অবস্থায় বলছিলেন ‘আমরা কী খাব, কে দেখবে আমাদের।’ আমি তখন আড়াই মাসের শিশুটিকে কোলে নিয়ে তার দায়িত্ব গ্রহণ করি এবং আমাদের সংগঠন এখন প্রতি মাসে সেই পরিবারের খরচ বহন করছে।”

সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা জামায়াতের আমির এমাদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি আব্দুল বাছিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি ইয়ামীর আলী, জামায়াত মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম প্রমুখ।

সভায় হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন। শেষে ডা. শফিকুর রহমান উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

 

নিউজটি শেয়ার করুন

সব ধর্মের মানুষের মিলিত চেষ্টায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াত আমিরের

আপডেট সময় ০৪:৩৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

 

ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ নয় এমন মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা এই দেশেই জন্মেছি, আমরা এই দেশেরই মর্যাদাবান নাগরিক। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান এই চার ধর্মের অনুসারীরাই একত্রে বাংলাদেশ গড়েছে এবং ভবিষ্যতেও সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

সোমবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত সকল ধর্মাবলম্বীর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় ডা. শফিকুর রহমান বলেন, “৫ আগস্টের পর আমাদের কী হবে এই প্রশ্ন অনেকেই করেছিলেন। সত্যি বলতে, এরপর আমার স্ত্রী-সন্তান এমনকি বাবা-মাও আমাকে পাননি। আমাদের স্বাভাবিক জীবনযাপন করতেও দেওয়া হয়নি। অথচ আমি কোনো অপরাধী নই। আমি চোর, ডাকাত, সন্ত্রাসী বা খুনি নই। তাহলে আমাকে কেন জেলে রাখা হলো? এমন অন্যায় শুধু আমার নয়, লক্ষ মানুষের সঙ্গেই ঘটেছে। আমাদের সুখ-দুঃখে অংশ নেওয়ার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি।”

এক হৃদয়বিদারক ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, “সম্প্রতি বরগুনায় পঞ্চম শ্রেণির এক শিশুকে ধর্ষণের পর তার বাবাকে খুন করা হয়, কারণ তিনি মামলা করেছিলেন। ভিকটিমের পরিবার এখন নিঃস্ব তিনটি মেয়ের মধ্যে বড় মেয়েটির বয়স মাত্র ১১, ছোট দুটির একজন আড়াই মাসের। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিহত হওয়ার পর ওই মা প্রায় অচেতন অবস্থায় বলছিলেন ‘আমরা কী খাব, কে দেখবে আমাদের।’ আমি তখন আড়াই মাসের শিশুটিকে কোলে নিয়ে তার দায়িত্ব গ্রহণ করি এবং আমাদের সংগঠন এখন প্রতি মাসে সেই পরিবারের খরচ বহন করছে।”

সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা জামায়াতের আমির এমাদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি আব্দুল বাছিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি ইয়ামীর আলী, জামায়াত মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম প্রমুখ।

সভায় হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন। শেষে ডা. শফিকুর রহমান উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।