০৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন বিবেচনা করছে জার্মানি চীনা বৈদ্যুতিক গাড়ির উপর শুল্ক কমালো কানাডা খালে পড়ে ট্রাক, পাকিস্তানে একই পরিবারের ১৪ জনের মৃত্যু সিলেটে তিন বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ২, আহত ১০ ঢাকায় আংশিক মেঘলা ও কুয়াশার সম্ভাবনা অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ ঢাকায় সকাল কুয়াশা, দিনের বেলা শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টানাপোড়েন: ১০ নেতাকর্মীর একযোগে পদত্যাগ তেল নিয়ে টাকা না দিয়ে ‘পালানোর সময়’ গাড়িচাপায় যুবক নিহত

ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়া থেকে সরে দাঁড়াল ইউরোপের দুই প্রভাবশালী দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • / 142

ছবি: সংগৃহীত

 

চলতি মাসের ১৭ থেকে ২০ জুন নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিলিস্তিন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন। সৌদি আরব ও ফ্রান্সের যৌথ নেতৃত্বে আয়োজিত এই সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা থাকলেও, শেষ মুহূর্তে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুক্তরাজ্য ও ফ্রান্স।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই ও দ্য গার্ডিয়ানের খবরে জানা যায়, ফ্রান্স শুরুতে ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্বীকৃতি নিয়ে সমর্থন তৈরির চেষ্টা চালালেও, বর্তমানে তারা সরাসরি স্বীকৃতি না দিয়ে একটি ‘স্বীকৃতি পথনকশা’ উপস্থাপন করবে। এর মধ্যে রয়েছে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান, ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিনি প্রশাসনের সংস্কারের প্রস্তাব।

বিজ্ঞাপন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এটিকে ‘নৈতিক দায়িত্ব’ ও ‘রাজনৈতিক প্রয়োজন’ বলে উল্লেখ করলেও, বাস্তবতার নিরিখে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে যাচ্ছে না ইউরোপ। ইউরোপীয় দেশগুলোর অনেকেই মনে করছে, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হলে ইসরায়েলের সম্মতি এবং আরব দেশগুলোর প্রতিদানের প্রয়োজন রয়েছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত বিশ্বের ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে পশ্চিমা বিশ্বের বড় একটি অংশ এখনো দ্বিধান্বিত অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়া থেকে সরে দাঁড়াল ইউরোপের দুই প্রভাবশালী দেশ

আপডেট সময় ১১:০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫

 

চলতি মাসের ১৭ থেকে ২০ জুন নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিলিস্তিন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন। সৌদি আরব ও ফ্রান্সের যৌথ নেতৃত্বে আয়োজিত এই সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা থাকলেও, শেষ মুহূর্তে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুক্তরাজ্য ও ফ্রান্স।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই ও দ্য গার্ডিয়ানের খবরে জানা যায়, ফ্রান্স শুরুতে ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্বীকৃতি নিয়ে সমর্থন তৈরির চেষ্টা চালালেও, বর্তমানে তারা সরাসরি স্বীকৃতি না দিয়ে একটি ‘স্বীকৃতি পথনকশা’ উপস্থাপন করবে। এর মধ্যে রয়েছে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান, ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিনি প্রশাসনের সংস্কারের প্রস্তাব।

বিজ্ঞাপন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এটিকে ‘নৈতিক দায়িত্ব’ ও ‘রাজনৈতিক প্রয়োজন’ বলে উল্লেখ করলেও, বাস্তবতার নিরিখে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে যাচ্ছে না ইউরোপ। ইউরোপীয় দেশগুলোর অনেকেই মনে করছে, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হলে ইসরায়েলের সম্মতি এবং আরব দেশগুলোর প্রতিদানের প্রয়োজন রয়েছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত বিশ্বের ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে পশ্চিমা বিশ্বের বড় একটি অংশ এখনো দ্বিধান্বিত অবস্থানে রয়েছে।