ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

বেলুন, রশি আর জেদ, এই তিন দিয়েই ডুবন্ত যুদ্ধজাহাজ তুলল উত্তর কোরিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / 15

ছবি সংগৃহীত

 

চোংজিন বন্দরে কিম জং উনের সামনেই ৫,০০০ টনের একটি ডেস্ট্রয়ার ডুবে যাওয়ার ১২ দিন পর সেটিকে কোনো ভারী ক্রেন ছাড়াই তুলেছে উত্তর কোরিয়া। ৩০টির বেশি ব্যারাজ বেলুন, কেবল আর কায়িক শ্রম দিয়ে জাহাজটি তুলেছে তারা।

ভারী যন্ত্রপাতি না থাকায়, উপকূল থেকে রশি টেনে ও জাহাজের ভেতরের পানিভর্তি কক্ষগুলোতে পাম্প দিয়ে পানি সরিয়ে জাহাজটি উল্টানো থেকে রক্ষা করা হয়। তবে জাহাজটির নাকের অংশ এখনো পাথরে ঠেকে রয়েছে।

কিম এই ঘটনাকে “অপরাধমূলক ব্যর্থতা” বলে আখ্যা দিয়ে সিনিয়র কর্মকর্তাদের গ্রেপ্তার করার নির্দেশ দেন। তিনি আগামী জুনের মধ্যেই জাহাজটি মেরামতের চূড়ান্ত নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

বেলুন, রশি আর জেদ, এই তিন দিয়েই ডুবন্ত যুদ্ধজাহাজ তুলল উত্তর কোরিয়া

আপডেট সময় ১২:১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

 

চোংজিন বন্দরে কিম জং উনের সামনেই ৫,০০০ টনের একটি ডেস্ট্রয়ার ডুবে যাওয়ার ১২ দিন পর সেটিকে কোনো ভারী ক্রেন ছাড়াই তুলেছে উত্তর কোরিয়া। ৩০টির বেশি ব্যারাজ বেলুন, কেবল আর কায়িক শ্রম দিয়ে জাহাজটি তুলেছে তারা।

ভারী যন্ত্রপাতি না থাকায়, উপকূল থেকে রশি টেনে ও জাহাজের ভেতরের পানিভর্তি কক্ষগুলোতে পাম্প দিয়ে পানি সরিয়ে জাহাজটি উল্টানো থেকে রক্ষা করা হয়। তবে জাহাজটির নাকের অংশ এখনো পাথরে ঠেকে রয়েছে।

কিম এই ঘটনাকে “অপরাধমূলক ব্যর্থতা” বলে আখ্যা দিয়ে সিনিয়র কর্মকর্তাদের গ্রেপ্তার করার নির্দেশ দেন। তিনি আগামী জুনের মধ্যেই জাহাজটি মেরামতের চূড়ান্ত নির্দেশ দিয়েছেন।