ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে: তথ্য উপদেষ্টা কসবায় সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার মাগুরা-ঝিনাইদহ সড়কে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১০ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৪২০ জন মানিকগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড মাদারগঞ্জে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, চাচা লড়ছেন মৃত্যুর সঙ্গে ‘নৌকা’ বাদ দিয়ে শাপলা প্রতীক তালিকাভুক্ত করার দাবি এনসিপির

কুয়েতে প্রবাসীদের পারিবারিক ভিসার নীতিতে নতুন কড়াকড়ি আরোপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 14

ছবি সংগৃহীত

 

 

কুয়েত সরকার প্রবাসীদের পারিবারিক ভিসা নীতিতে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে। নিয়ম অনুযায়ী, যেসব প্রবাসীর মাসিক বেতন ৮০০ কুয়েতি দিনারের নিচে, তারা আর পরিবারকে কুয়েতে রেখে বসবাস করতে পারবেন না। শর্ত পূরণে ব্যর্থ হলে পরিবারকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশনাও দিয়েছে কর্তৃপক্ষ।

দেশটিতে বিভিন্ন দেশের হাজারো প্রবাসী পরিবারসহ বসবাস করলেও, অনেকেই ভিসা পাওয়ার সময় যে বেতনের প্রমাণ দিয়েছিলেন, বর্তমানে তা বজায় রাখতে পারছেন না। চাকরি পরিবর্তন বা বেতন হ্রাস পাওয়ায় এখন তারা আগের শর্ত পূরণে অযোগ্য। ফলে প্রাথমিকভাবে বৈধভাবে ভিসা পাওয়া হলেও বর্তমান পরিস্থিতিতে তাদের ‘নিয়ম লঙ্ঘনকারী’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এই পরিস্থিতি মোকাবেলায় কুয়েত সরকার ভিসা অনিয়ম রোধে চালু করেছে একটি স্বয়ংক্রিয় যাচাইকরণ ব্যবস্থা। এই সিস্টেমের মাধ্যমে রেসিডেন্সি ও ট্রাফিক বিভাগের তথ্য মিলিয়ে দেখা হচ্ছে, কেউ ভুয়া বেতন কাঠামো বা ভুয়া ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা নিচ্ছে কিনা। এতে করে প্রবাসীদের ভুল তথ্য দিয়ে পারিবারিক ভিসা নেওয়ার সুযোগ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ আবাসিক তদন্ত বিভাগ এরইমধ্যে বেশ কয়েকজন প্রবাসীকে তলব করেছে। তাদের ভিসা স্ট্যাটাস হালনাগাদ করতে বলা হয়েছে এবং স্পষ্ট জানানো হয়েছে নিয়ম না মানলে পরিবারের সদস্যদের কুয়েত ত্যাগ করতে হবে।

এই সিদ্ধান্তের পেছনে মূল উদ্দেশ্য শুধু অনিয়ম ঠেকানো নয়, বরং দেশটিতে অবস্থানরত প্রবাসীদের জন্য একটি স্থিতিশীল ও নিয়মানুবর্তী পরিবেশ নিশ্চিত করাও। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নীতিমালার মাধ্যমে প্রবাসী সমাজে স্বচ্ছতা ও মানসম্পন্ন জীবনযাপনের নিশ্চয়তা পাওয়া যাবে।

নতুন ভিসা নীতির বাস্তবায়নে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোও সক্রিয় ভূমিকা পালন করছে। প্রবাসীদের প্রতি সতর্কবার্তা হিসেবে এই পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে যে কুয়েতে পরিবার নিয়ে থাকতে হলে অবশ্যই সরকারের নির্ধারিত শর্তসমূহ পূরণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

কুয়েতে প্রবাসীদের পারিবারিক ভিসার নীতিতে নতুন কড়াকড়ি আরোপ

আপডেট সময় ০২:৩৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

 

 

কুয়েত সরকার প্রবাসীদের পারিবারিক ভিসা নীতিতে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে। নিয়ম অনুযায়ী, যেসব প্রবাসীর মাসিক বেতন ৮০০ কুয়েতি দিনারের নিচে, তারা আর পরিবারকে কুয়েতে রেখে বসবাস করতে পারবেন না। শর্ত পূরণে ব্যর্থ হলে পরিবারকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশনাও দিয়েছে কর্তৃপক্ষ।

দেশটিতে বিভিন্ন দেশের হাজারো প্রবাসী পরিবারসহ বসবাস করলেও, অনেকেই ভিসা পাওয়ার সময় যে বেতনের প্রমাণ দিয়েছিলেন, বর্তমানে তা বজায় রাখতে পারছেন না। চাকরি পরিবর্তন বা বেতন হ্রাস পাওয়ায় এখন তারা আগের শর্ত পূরণে অযোগ্য। ফলে প্রাথমিকভাবে বৈধভাবে ভিসা পাওয়া হলেও বর্তমান পরিস্থিতিতে তাদের ‘নিয়ম লঙ্ঘনকারী’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এই পরিস্থিতি মোকাবেলায় কুয়েত সরকার ভিসা অনিয়ম রোধে চালু করেছে একটি স্বয়ংক্রিয় যাচাইকরণ ব্যবস্থা। এই সিস্টেমের মাধ্যমে রেসিডেন্সি ও ট্রাফিক বিভাগের তথ্য মিলিয়ে দেখা হচ্ছে, কেউ ভুয়া বেতন কাঠামো বা ভুয়া ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা নিচ্ছে কিনা। এতে করে প্রবাসীদের ভুল তথ্য দিয়ে পারিবারিক ভিসা নেওয়ার সুযোগ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ আবাসিক তদন্ত বিভাগ এরইমধ্যে বেশ কয়েকজন প্রবাসীকে তলব করেছে। তাদের ভিসা স্ট্যাটাস হালনাগাদ করতে বলা হয়েছে এবং স্পষ্ট জানানো হয়েছে নিয়ম না মানলে পরিবারের সদস্যদের কুয়েত ত্যাগ করতে হবে।

এই সিদ্ধান্তের পেছনে মূল উদ্দেশ্য শুধু অনিয়ম ঠেকানো নয়, বরং দেশটিতে অবস্থানরত প্রবাসীদের জন্য একটি স্থিতিশীল ও নিয়মানুবর্তী পরিবেশ নিশ্চিত করাও। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নীতিমালার মাধ্যমে প্রবাসী সমাজে স্বচ্ছতা ও মানসম্পন্ন জীবনযাপনের নিশ্চয়তা পাওয়া যাবে।

নতুন ভিসা নীতির বাস্তবায়নে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোও সক্রিয় ভূমিকা পালন করছে। প্রবাসীদের প্রতি সতর্কবার্তা হিসেবে এই পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে যে কুয়েতে পরিবার নিয়ে থাকতে হলে অবশ্যই সরকারের নির্ধারিত শর্তসমূহ পূরণ করতে হবে।