ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আরও অঞ্চল দখলে নিতে চান পুতিন, বিচলিত নন ট্রাম্পের নিষেধাজ্ঞায় ডার্কসাইটে ৫.৫ কোটি নাগরিকের তথ্য ফাঁস, আসছে নতুন আইন: ফয়েজ আহমদ দুর্নীতি দমন কমিশনের নতুন সচিব হলেন মোহাম্মদ খালেদ রহীম ডলার ও বন্ডের সুদ বেড়েছে, বিপাকে ইয়েন ও বৈশ্বিক মুদ্রাবাজার কিংবদন্তি শতবর্ষী ম্যারাথন দৌড়বিদ ফৌজা শিং ওরফে ‘টারবানড টর্পেডো’ সড়ক দুর্ঘটনায় নিহত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারি ধাওয়া- গুলি বর্ষণ, জব্দ ১০ ভারতীয় মহিষ নীতিসুদ কমাল বাংলাদেশ ব্যাংক, ঋণপ্রবাহ বাড়াতে চায় কেন্দ্রীয় ব্যাংক গভীর শ্রদ্ধায় ও রাষ্ট্রীয় শোকে আজ পালিত হচ্ছে ‘জুলাই শহীদ দিবস’ সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে: প্রেস উইং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মতপার্থক্য নেই, ভবিষ্যতে গণভোটে সিদ্ধান্ত: আলী রীয়াজ

দেশের আকাশে জিলহজের চাঁদ দেখা গেছে, ৭ জুন পবিত্র ঈদুল আজহা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 29

ছবি সংগৃহীত

 

বাংলাদেশের আকাশে আজ বুধবার (২৮ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের গণনা শুরু হবে। এই হিসেবে জিলহজের ১০ তারিখ অর্থাৎ ৭ জুন (শুক্রবার) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আ. ফ. ম খালিদ হোসেন।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কার্যালয় এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে আজ দেশের বিভিন্ন স্থান থেকে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

চাঁদ দেখা সংক্রান্ত তথ্য দ্রুত সংগ্রহ ও যাচাই করার জন্য ধর্ম মন্ত্রণালয় টেলিফোন ও ফ্যাক্স নম্বর চালু রেখেছিল। বিভিন্ন জেলা থেকে আসা চাঁদ দেখার তথ্যের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় বলে জানানো হয়েছে।

সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধি, জাতীয় মসজিদের খতিব এবং জাতীয় চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্যরা।

ইসলাম ধর্মে জিলহজ মাসের প্রথম দশ দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন “আল্লাহর নিকট অন্য কোনো দিনের তুলনায় জিলহজের প্রথম দশকের আমল অধিক প্রিয়।” [সহিহ বুখারি]

ঈদুল আজহা মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। কোরবানি, ত্যাগ ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে এ উৎসব উদ্‌যাপন করা হয় বিশ্ব মুসলিম সমাজে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরাও প্রতি বছর এই দিনে ধর্মীয় আবেগ ও উৎসাহে উদ্‌যাপন করে ঈদুল আজহা।

আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহার দিন সারা দেশে মুসলমানরা ঈদের নামাজ আদায় করে পশু কোরবানি করবেন। এর মধ্য দিয়ে তারা ইব্রাহিম (আ.) এর ত্যাগ ও আনুগত্যের শিক্ষা স্মরণ করবেন।

নিউজটি শেয়ার করুন

দেশের আকাশে জিলহজের চাঁদ দেখা গেছে, ৭ জুন পবিত্র ঈদুল আজহা

আপডেট সময় ০৮:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

 

বাংলাদেশের আকাশে আজ বুধবার (২৮ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের গণনা শুরু হবে। এই হিসেবে জিলহজের ১০ তারিখ অর্থাৎ ৭ জুন (শুক্রবার) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আ. ফ. ম খালিদ হোসেন।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কার্যালয় এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে আজ দেশের বিভিন্ন স্থান থেকে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

চাঁদ দেখা সংক্রান্ত তথ্য দ্রুত সংগ্রহ ও যাচাই করার জন্য ধর্ম মন্ত্রণালয় টেলিফোন ও ফ্যাক্স নম্বর চালু রেখেছিল। বিভিন্ন জেলা থেকে আসা চাঁদ দেখার তথ্যের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় বলে জানানো হয়েছে।

সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধি, জাতীয় মসজিদের খতিব এবং জাতীয় চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্যরা।

ইসলাম ধর্মে জিলহজ মাসের প্রথম দশ দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন “আল্লাহর নিকট অন্য কোনো দিনের তুলনায় জিলহজের প্রথম দশকের আমল অধিক প্রিয়।” [সহিহ বুখারি]

ঈদুল আজহা মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। কোরবানি, ত্যাগ ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে এ উৎসব উদ্‌যাপন করা হয় বিশ্ব মুসলিম সমাজে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরাও প্রতি বছর এই দিনে ধর্মীয় আবেগ ও উৎসাহে উদ্‌যাপন করে ঈদুল আজহা।

আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহার দিন সারা দেশে মুসলমানরা ঈদের নামাজ আদায় করে পশু কোরবানি করবেন। এর মধ্য দিয়ে তারা ইব্রাহিম (আ.) এর ত্যাগ ও আনুগত্যের শিক্ষা স্মরণ করবেন।