রাশিয়ায় মাইক্রোসফট ও জুম নিষিদ্ধের আহ্বান দিলেন প্রেসিডেন্ট পুতিন

- আপডেট সময় ১২:৫৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / 5
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট ও ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুমের বিরুদ্ধে রুশ সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার অভিযোগ এনেছেন। সোমবার (২৬ মে) মস্কোয় এক সরকারি বৈঠকে তিনি বলেন, এ ধরনের পশ্চিমা প্রযুক্তি প্ল্যাটফর্ম রাশিয়ায় নিষিদ্ধ করা উচিত।
পুতিন বলেন, “যেসব প্রযুক্তি প্ল্যাটফর্ম আমাদের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে, তাদের সহ্য করার আর কোনো প্রয়োজন নেই। আমাদের এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। আমি দ্বিধাহীনভাবে বলছি, আমি এতে পুরোপুরি একমত।”
তিনি আরও বলেন, রাশিয়াকে প্রযুক্তিগতভাবে স্বনির্ভর হতে হবে এবং দেশীয় সফটওয়্যার ও প্রযুক্তি উন্নয়নে আরও গুরুত্ব দিতে হবে। পুতিনের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া আন্তর্জাতিক মহলে ক্রমশ একঘরে হয়ে পড়ছে। ইউক্রেনে আগ্রাসনের পর বহু বড় আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান রাশিয়ায় তাদের কার্যক্রম বন্ধ করে দেয় বা সীমিত করে ফেলে।
এদিকে ইউক্রেন দাবি করেছে, রাশিয়া সম্প্রতি দেশটির ওপর ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে। এই হামলার পরই ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স রাশিয়ার বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কড়া ভাষায় হুঁশিয়ার করে বলেন, “মস্কো যদি শান্তি প্রচেষ্টাকে অবজ্ঞা করে, তবে ফল হবে ভয়াবহ। আমাদের প্রতিক্রিয়া হবে ব্যাপক।” ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস এই হামলাকে ‘সম্পূর্ণ ভয়াবহ’ উল্লেখ করে শিগগিরই নতুন শাস্তিমূলক পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।
এছাড়া, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, “পুতিন যুদ্ধের জন্য যেন উন্মাদ হয়ে উঠেছেন। যদিও আমি এখনই কোনো ব্যবস্থা নিইনি, তবে এটা স্পষ্ট—পুতিনের প্রতি আমার ধৈর্য প্রায় শেষ।”
সূত্র: দ্য হিন্দু, ইন্ডিয়া টুডে