ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিকে শামীম অর্থ পাচার মামলায় খালাস, বা ১০ বছরের সাজা বাতিল চীনের নতুন যুদ্ধবিমান: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে এক জবাব আহত ফিলিস্তিনিদের জন্য দ্বীপে চিকিৎসাকেন্দ্র প্রস্তুত করছে ইন্দোনেশিয়া বাংলাদেশ সেনাবাহিনী ও তার্কিশ এয়ারলাইন্সের মধ্যে ভ্রমণ সুবিধায় সমঝোতা স্মারক সাক্ষর ঝিনাইগাতীতে বাস পুকুরে উল্টে তিন মাসের শিশুর মৃত্যু, আহত অন্তত ২০ চালু হবে জাতীয় পুরস্কার,মাইলস্টোন শিক্ষক মেহরিন চৌধুরীর নামে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: ড. ইউনূস দ্রুত চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: বেবিচক চেয়ারম্যানের আশ্বাস হিরো আলমকে তালাক দিলেন রিয়া মনি নিউজিল্যান্ডের স্কোয়াডে বড় পরিবর্তন, তিন ক্রিকেটার ছিটকে

জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু: আসিফ নজরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 27

ছবি সংগৃহীত

 

জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

সোমবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। ‘বিচার শুরু’ শিরোনামের ওই পোস্টে তিনি উল্লেখ করেন, “জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া দৃশ্যমান করার দাবি ছিল সমাজে। সেই প্রক্রিয়া শুরু হয় আট মাস আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্ঠনের মধ্য দিয়ে।”

ড. আসিফ নজরুল জানান, এরপর তদন্তকারী ও প্রসিকিউশন অফিস পুনর্গঠন করা হয়। ইতোমধ্যে তদন্ত দল একাধিক মামলার তদন্ত শেষ করেছে। এসব মামলার মধ্যে একটি মামলায় প্রসিকিউশন টিম চার্জশিট প্রস্তুত করে এবং তা ট্রাইব্যুনালে জমা দেয়। রবিবার ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে ফরমাল চার্জ গ্রহণ করে, যা বিচার কার্যক্রম শুরুর গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি বলেন, “ফরমাল চার্জ আমলে নেওয়ার মাধ্যমে বাংলাদেশে একটি নতুন বিচার প্রক্রিয়ার সূচনা হলো।”

পোস্টে আরও উল্লেখ করা হয়, মানবতাবিরোধী অপরাধের অন্যতম প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার শুনানি শিগগিরই শুরু হতে যাচ্ছে। এ বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে লিখেন, “ইনশাল্লাহ, ড. ইউনূস সরকারের আমলেই এই মামলার রায় দেখতে পাব আমরা। গণহত্যার বিচার আমাদের জাতীয় অঙ্গীকার। এ ধরনের মামলায় এত দ্রুত শুনানি শুরুর ঘটনা বাংলাদেশে এই প্রথম।”

ফেসবুক পোস্টে উপদেষ্টা আরও বলেন, বিচার প্রক্রিয়ার এই অগ্রগতি দেশের আইন ও বিচার ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। জনগণের প্রত্যাশিত ন্যায়বিচার নিশ্চিত করতে এই উদ্যোগ সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই বিচারের দাবি ওঠে আসছিল। এ ঘটনায় যারা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনতে সরকারের এই উদ্যোগ জনমনে নতুন আশার সঞ্চার করেছে।

নিউজটি শেয়ার করুন

জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু: আসিফ নজরুল

আপডেট সময় ০৬:৫৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

 

জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

সোমবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। ‘বিচার শুরু’ শিরোনামের ওই পোস্টে তিনি উল্লেখ করেন, “জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া দৃশ্যমান করার দাবি ছিল সমাজে। সেই প্রক্রিয়া শুরু হয় আট মাস আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্ঠনের মধ্য দিয়ে।”

ড. আসিফ নজরুল জানান, এরপর তদন্তকারী ও প্রসিকিউশন অফিস পুনর্গঠন করা হয়। ইতোমধ্যে তদন্ত দল একাধিক মামলার তদন্ত শেষ করেছে। এসব মামলার মধ্যে একটি মামলায় প্রসিকিউশন টিম চার্জশিট প্রস্তুত করে এবং তা ট্রাইব্যুনালে জমা দেয়। রবিবার ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে ফরমাল চার্জ গ্রহণ করে, যা বিচার কার্যক্রম শুরুর গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি বলেন, “ফরমাল চার্জ আমলে নেওয়ার মাধ্যমে বাংলাদেশে একটি নতুন বিচার প্রক্রিয়ার সূচনা হলো।”

পোস্টে আরও উল্লেখ করা হয়, মানবতাবিরোধী অপরাধের অন্যতম প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার শুনানি শিগগিরই শুরু হতে যাচ্ছে। এ বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে লিখেন, “ইনশাল্লাহ, ড. ইউনূস সরকারের আমলেই এই মামলার রায় দেখতে পাব আমরা। গণহত্যার বিচার আমাদের জাতীয় অঙ্গীকার। এ ধরনের মামলায় এত দ্রুত শুনানি শুরুর ঘটনা বাংলাদেশে এই প্রথম।”

ফেসবুক পোস্টে উপদেষ্টা আরও বলেন, বিচার প্রক্রিয়ার এই অগ্রগতি দেশের আইন ও বিচার ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। জনগণের প্রত্যাশিত ন্যায়বিচার নিশ্চিত করতে এই উদ্যোগ সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই বিচারের দাবি ওঠে আসছিল। এ ঘটনায় যারা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনতে সরকারের এই উদ্যোগ জনমনে নতুন আশার সঞ্চার করেছে।