ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন সংবিধানের দাবিতে মাঠে নেমেছি : নাহিদ ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে দ্বিতীয় শ্রেনির শিক্ষার্থীর মৃত্যু বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করে বিএসএফ’র মারধর ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন আশানুরূপ উন্নতি হয়নি আইনশৃঙ্খলার : রিজভী জাতিসংঘ মানবাধিকার রক্ষায় কার্যকর ভাবে কাজ করতে চায় : ফরিদা আখতার হাতিয়ায় বিস্তীর্ণ জনপদ প্লাবিত আওয়ামীলীগের চৌদ্দগোষ্ঠীরও ক্ষমতা হবে না আমাদের কেনার : তাজুল ইসলাম মসজিদের বারান্দা নির্মাণ নিয়ে দফায় দফায় সংঘর্ষ-বাড়িঘর ভাঙচুর, ১৪৪ ধারা জারি ফিলিস্তিন সংকট নিয়ে সম্মেলনে,যুক্তরাষ্ট্রে গেছেন পররাষ্ট্র উপদেষ্টা

জনগণের প্রয়োজনেই হোক উন্নয়ন, নয় অপ্রয়োজনীয় প্রকল্প: অর্থ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 21

ছবি সংগৃহীত

 

নীতিমালা ও উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে জনগণের কল্যাণ বিবেচনায় নিতে হবে এমন মন্তব্য করেছেন সাবেক গভর্নর ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২৬ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘উন্নয়নমূলক প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, “অতীতে অনেক অপ্রয়োজনীয় এবং খরচসাপেক্ষ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। যা দেশের উন্নয়নে বিশেষ কোনো অবদান রাখতে পারেনি। এখন প্রয়োজন, জনগণের বাস্তব চাহিদার ভিত্তিতে প্রকল্প গ্রহণ। এতে আর্থ-সামাজিক অগ্রগতি নিশ্চিত হবে।”

তিনি আরও বলেন, “উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে নীতি-নৈতিকতা এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। দুঃখজনক হলেও সত্য, অনেক প্রতিষ্ঠান অযোগ্য হওয়া সত্ত্বেও কাজ পেয়ে যাচ্ছে। যার ফলে প্রকল্প বাস্তবায়নে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না।”

সঠিক অডিট প্রক্রিয়া এবং যোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে অর্থ উপদেষ্টা বলেন, “প্রকল্প গ্রহণে শুধু সংখ্যা নয়, বরং সম্ভাব্যতা যাচাই করে বাস্তবায়নযোগ্য প্রকল্প বাছাই করতে হবে। তাহলেই উন্নয়নের প্রকৃত সুফল জনগণ পাবে।”

সেমিনারে বক্তারা উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে আরও কঠোর নজরদারির আহ্বান জানান এবং বলেন, প্রকল্পের পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে জবাবদিহিতা থাকা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, দেশের টেকসই উন্নয়নের জন্য দরকার বাস্তবমুখী, ফলপ্রসূ ও স্বচ্ছ ব্যবস্থাপনায় গৃহীত প্রকল্প। জনগণের চাহিদা ও দেশের সামগ্রিক উন্নয়নকে কেন্দ্র করে নীতিনির্ধারণ ও প্রকল্প গ্রহণই হতে পারে ভবিষ্যতের উন্নয়নের মূল চাবিকাঠি।

নিউজটি শেয়ার করুন

জনগণের প্রয়োজনেই হোক উন্নয়ন, নয় অপ্রয়োজনীয় প্রকল্প: অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০৪:১৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

 

নীতিমালা ও উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে জনগণের কল্যাণ বিবেচনায় নিতে হবে এমন মন্তব্য করেছেন সাবেক গভর্নর ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২৬ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘উন্নয়নমূলক প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, “অতীতে অনেক অপ্রয়োজনীয় এবং খরচসাপেক্ষ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। যা দেশের উন্নয়নে বিশেষ কোনো অবদান রাখতে পারেনি। এখন প্রয়োজন, জনগণের বাস্তব চাহিদার ভিত্তিতে প্রকল্প গ্রহণ। এতে আর্থ-সামাজিক অগ্রগতি নিশ্চিত হবে।”

তিনি আরও বলেন, “উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে নীতি-নৈতিকতা এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। দুঃখজনক হলেও সত্য, অনেক প্রতিষ্ঠান অযোগ্য হওয়া সত্ত্বেও কাজ পেয়ে যাচ্ছে। যার ফলে প্রকল্প বাস্তবায়নে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না।”

সঠিক অডিট প্রক্রিয়া এবং যোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে অর্থ উপদেষ্টা বলেন, “প্রকল্প গ্রহণে শুধু সংখ্যা নয়, বরং সম্ভাব্যতা যাচাই করে বাস্তবায়নযোগ্য প্রকল্প বাছাই করতে হবে। তাহলেই উন্নয়নের প্রকৃত সুফল জনগণ পাবে।”

সেমিনারে বক্তারা উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে আরও কঠোর নজরদারির আহ্বান জানান এবং বলেন, প্রকল্পের পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে জবাবদিহিতা থাকা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, দেশের টেকসই উন্নয়নের জন্য দরকার বাস্তবমুখী, ফলপ্রসূ ও স্বচ্ছ ব্যবস্থাপনায় গৃহীত প্রকল্প। জনগণের চাহিদা ও দেশের সামগ্রিক উন্নয়নকে কেন্দ্র করে নীতিনির্ধারণ ও প্রকল্প গ্রহণই হতে পারে ভবিষ্যতের উন্নয়নের মূল চাবিকাঠি।