ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আগামী জুনে নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন অধ্যাপক ইউনূস পাকিস্তান সফরে ঘুরে দাঁড়ানোর মিশনে আজ মাঠে নামছে টাইগাররা ৩ মাসে নির্বাচন সম্ভব, ১০ মাসেও দেয়া হচ্ছে না নির্বাচন: তারেক রহমান দেশের আকাশে জিলহজের চাঁদ দেখা গেছে, ৭ জুন পবিত্র ঈদুল আজহা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: বিমানবাহিনী প্রধান স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীবাহী নৌকাডুবি: নারী ও শিশুসহ নিহত ৭ ফিলিস্তিনে কলম্বিয়ার প্রথম রাষ্ট্রদূত নিয়োগ: মধ্যপ্রাচ্য সংকটে নতুন কূটনৈতিক মাত্রা টেকনাফে যৌথবাহিনীর অভিযান, ১২ কোটির ইয়াবা ও আইস উদ্ধার সুব্রত বাইনসহ চারজন ১৪ দিনের রিমান্ডে সরকারের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত পচন ধরেছে: বিএনপির মহাসমাবেশে মির্জা আব্বাস

ঢাকায় চীনের প্রযুক্তি ও সহায়তায় অনুষ্ঠিত ড্রোন শো নিয়ে উদ্বিগ্ন জাপান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 7

ছবি সংগৃহীত

 

 

সম্প্রতি পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকায় চীনের প্রযুক্তি ও সহায়তায় অনুষ্ঠিত ‘ড্রোন শো’ আলোড়ন তোলে সাধারণ মানুষের মাঝে, তবে এই প্রদর্শনী এখন জাপানের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধান শুরু করেছে দেশটি। কেন এবং কীভাবে এই আয়োজন হলো, তা জানতে চায় তারা

বিশ্লেষকরা বলছেন, পূর্ব এশিয়াসহ বিশ্বজুড়ে চীন তার প্রভাব বাড়াচ্ছে, যা পশ্চিমা দেশগুলো এবং বিশেষ করে জাপানের মধ্যে অস্বস্তি তৈরি করছে। ঢাকার বৈশাখী ড্রোন শোকে সেই বৃহত্তর ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের অংশ বলেই দেখা হচ্ছে।

জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর, বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে চীন থেকেই। আর দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক সফরও হয়েছে বেইজিংয়ে। চলতি মাসেই চীনের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের একটি বড় প্রতিনিধি দল ঢাকায় আসার কথা রয়েছে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে।

এ অবস্থায় টোকিও সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে জাপান পুরো বিষয়টি বুঝতে চাইবে বলে কূটনৈতিক সূত্র জানায়। পাশাপাশি, বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়েও বৈঠকের দ্বিতীয় অংশে জাপান তাদের উদ্বেগের কথা জানাতে পারে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এসব বিষয়ে আলোচনা শীর্ষ পর্যায়ের বৈঠকে আসতে পারে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, “বাংলাদেশ সবসময় ভারসাম্যপূর্ণ সম্পর্কের পক্ষপাতী। চীন, জাপান কিংবা অন্য যেকোনো দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক বাস্তব পরিস্থিতি ও স্বার্থের আলোকে পরিচালিত হয়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ কখনোই এমন কিছু করে না যাতে তৃতীয় কোনো দেশ আক্রান্ত মনে করে। আমাদের নীতিগত অবস্থান হলো কোনো দেশের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে আমরা স্বাধীন এবং সেই সিদ্ধান্ত অন্য কেউ চাপিয়ে দিতে পারে না।”

বিশ্লেষকদের মতে, ভূ-রাজনীতির বর্তমান উত্তাল পরিবেশে দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ও সম্পর্কগুলো নিয়ে আন্তর্জাতিক আগ্রহ বেড়েছে। বিশেষ করে চীন ও জাপানের মতো বৃহৎ অর্থনৈতিক শক্তিগুলোর দৃষ্টি এখন ঢাকার দিকেই।

নিউজটি শেয়ার করুন

ঢাকায় চীনের প্রযুক্তি ও সহায়তায় অনুষ্ঠিত ড্রোন শো নিয়ে উদ্বিগ্ন জাপান

আপডেট সময় ১০:৫৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

 

 

সম্প্রতি পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকায় চীনের প্রযুক্তি ও সহায়তায় অনুষ্ঠিত ‘ড্রোন শো’ আলোড়ন তোলে সাধারণ মানুষের মাঝে, তবে এই প্রদর্শনী এখন জাপানের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধান শুরু করেছে দেশটি। কেন এবং কীভাবে এই আয়োজন হলো, তা জানতে চায় তারা

বিশ্লেষকরা বলছেন, পূর্ব এশিয়াসহ বিশ্বজুড়ে চীন তার প্রভাব বাড়াচ্ছে, যা পশ্চিমা দেশগুলো এবং বিশেষ করে জাপানের মধ্যে অস্বস্তি তৈরি করছে। ঢাকার বৈশাখী ড্রোন শোকে সেই বৃহত্তর ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের অংশ বলেই দেখা হচ্ছে।

জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর, বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে চীন থেকেই। আর দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক সফরও হয়েছে বেইজিংয়ে। চলতি মাসেই চীনের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের একটি বড় প্রতিনিধি দল ঢাকায় আসার কথা রয়েছে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে।

এ অবস্থায় টোকিও সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে জাপান পুরো বিষয়টি বুঝতে চাইবে বলে কূটনৈতিক সূত্র জানায়। পাশাপাশি, বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়েও বৈঠকের দ্বিতীয় অংশে জাপান তাদের উদ্বেগের কথা জানাতে পারে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এসব বিষয়ে আলোচনা শীর্ষ পর্যায়ের বৈঠকে আসতে পারে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, “বাংলাদেশ সবসময় ভারসাম্যপূর্ণ সম্পর্কের পক্ষপাতী। চীন, জাপান কিংবা অন্য যেকোনো দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক বাস্তব পরিস্থিতি ও স্বার্থের আলোকে পরিচালিত হয়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ কখনোই এমন কিছু করে না যাতে তৃতীয় কোনো দেশ আক্রান্ত মনে করে। আমাদের নীতিগত অবস্থান হলো কোনো দেশের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে আমরা স্বাধীন এবং সেই সিদ্ধান্ত অন্য কেউ চাপিয়ে দিতে পারে না।”

বিশ্লেষকদের মতে, ভূ-রাজনীতির বর্তমান উত্তাল পরিবেশে দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ও সম্পর্কগুলো নিয়ে আন্তর্জাতিক আগ্রহ বেড়েছে। বিশেষ করে চীন ও জাপানের মতো বৃহৎ অর্থনৈতিক শক্তিগুলোর দৃষ্টি এখন ঢাকার দিকেই।