ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক হলেন শুভমান গিল পুঁজিবাজার থেকে উধাও ১৫ হাজার কোটি টাকা: দেবপ্রিয় ভট্টাচার্যের বিস্ফোরক দাবি ওষুধ ছাড়াই ইউরিক এসিড নিয়ন্ত্রণে যেসব খাবার খাবেন! এইচএসসি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ৩৩ নির্দেশনা জারি সীমান্তে সন্দেহভাজন পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা বিএসএফএর প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, দায়িত্বে থাকছেন: পরিকল্পনা উপদেষ্টা ইউরোপে সর্বোচ্চ অবসরের বয়সের রেকর্ড গড়ছে ডেনমার্ক কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত, নিহত ৬ ইউক্রেনীয় সেনা সব দলের এক ইচ্ছা, নির্বাচন চান সবাই – দায়িত্বে থাকুক প্রধান উপদেষ্টা ভোলায় সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত ৮৬৯টি আশ্রয়কেন্দ্র

ইন্টার মিলানকে হতাশায় ডুবিয়ে সিরি আ শিরোপা জয় নাপোলির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০২:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 3

ছবি সংগৃহীত

 

 

শেষ ম্যাচে কোমোকে ২-০ গোলে হারিয়েও সিরি আ শিরোপা হাতছাড়া হলো ইন্টার মিলানের। এক পয়েন্টের ব্যবধানেই স্বপ্নভঙ্গ হলো তাদের। শুক্রবার (২৩ মে) রাতে নিজেদের শেষ ম্যাচে ক্যালিয়ারিকে ২-০ গোলে হারিয়ে লিগ শিরোপা নিশ্চিত করে নাপোলি।

শিরোপা নির্ধারণের এই উত্তেজনাপূর্ণ ম্যাচে নাপোলির হয়ে গোল দুটি করেন স্কট ম্যাকটনিমে ও রোমেলু লুকাকু।

ম্যাচের প্রথমার্ধের ৪২তম মিনিটে মাতেও পলিতানোর দুর্দান্ত এক ক্রস থেকে ছয় গজ দূরে বাইসাইকেল কিকে গোল করেন ম্যাকটনিমে। তার এই অসাধারণ গোলেই প্রথম লিড পায় নাপোলি। দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৫১তম মিনিটে, আমির রহমানির লম্বা পাস থেকে বল নিয়ন্ত্রণে নেন লুকাকু। এরপর ক্যালিয়ারির ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে নিশ্চিত করেন দলের দ্বিতীয় গোল।

এই জয়ে ৩৮ ম্যাচে নাপোলির সংগ্রহ দাঁড়ায় ৮২ পয়েন্টে। ইন্টার মিলানও নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে। কোমোর বিপক্ষে স্টেফান ডি ভ্রিজের ২০তম মিনিটে ও হোয়াকিন কোরেয়ার ৫১তম মিনিটে করা দুই গোলেই জয় নিশ্চিত করে তারা। তবে ৩৮ ম্যাচে ৮১ পয়েন্টে শেষ করায় এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হয় ইন্টারকে।

নাপোলির এই শিরোপা জয় তাদের ইতিহাসে চতুর্থ এবং গত তিন মৌসুমে দ্বিতীয়বার। শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠলেও শেষ পর্যন্ত সাফল্যের হাসি হাসে নেপলসের দলটি।

অন্যদিকে, শিরোপা হারালেও ইন্টারের সামনে রয়েছে আরও একটি বড় মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। ইউরোপিয়ান ফুটবলের মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের ফাইনালে আগামী ৩১ মে পিএসজির মুখোমুখি হবে তারা। এখন ইন্টারের সব মনোযোগ শিরোপার সেই লড়াইয়ে।

এবারের সিরি আ মরসুম তাই শেষ হলো নাটকীয় মোড় নিয়ে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে ফুটবল ভক্তরা দেখলো একটি পয়েন্টের ব্যবধানে বদলে গেলো শিরোপার গন্তব্য।

নিউজটি শেয়ার করুন

ইন্টার মিলানকে হতাশায় ডুবিয়ে সিরি আ শিরোপা জয় নাপোলির

আপডেট সময় ১২:০২:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

 

 

শেষ ম্যাচে কোমোকে ২-০ গোলে হারিয়েও সিরি আ শিরোপা হাতছাড়া হলো ইন্টার মিলানের। এক পয়েন্টের ব্যবধানেই স্বপ্নভঙ্গ হলো তাদের। শুক্রবার (২৩ মে) রাতে নিজেদের শেষ ম্যাচে ক্যালিয়ারিকে ২-০ গোলে হারিয়ে লিগ শিরোপা নিশ্চিত করে নাপোলি।

শিরোপা নির্ধারণের এই উত্তেজনাপূর্ণ ম্যাচে নাপোলির হয়ে গোল দুটি করেন স্কট ম্যাকটনিমে ও রোমেলু লুকাকু।

ম্যাচের প্রথমার্ধের ৪২তম মিনিটে মাতেও পলিতানোর দুর্দান্ত এক ক্রস থেকে ছয় গজ দূরে বাইসাইকেল কিকে গোল করেন ম্যাকটনিমে। তার এই অসাধারণ গোলেই প্রথম লিড পায় নাপোলি। দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৫১তম মিনিটে, আমির রহমানির লম্বা পাস থেকে বল নিয়ন্ত্রণে নেন লুকাকু। এরপর ক্যালিয়ারির ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে নিশ্চিত করেন দলের দ্বিতীয় গোল।

এই জয়ে ৩৮ ম্যাচে নাপোলির সংগ্রহ দাঁড়ায় ৮২ পয়েন্টে। ইন্টার মিলানও নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে। কোমোর বিপক্ষে স্টেফান ডি ভ্রিজের ২০তম মিনিটে ও হোয়াকিন কোরেয়ার ৫১তম মিনিটে করা দুই গোলেই জয় নিশ্চিত করে তারা। তবে ৩৮ ম্যাচে ৮১ পয়েন্টে শেষ করায় এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হয় ইন্টারকে।

নাপোলির এই শিরোপা জয় তাদের ইতিহাসে চতুর্থ এবং গত তিন মৌসুমে দ্বিতীয়বার। শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠলেও শেষ পর্যন্ত সাফল্যের হাসি হাসে নেপলসের দলটি।

অন্যদিকে, শিরোপা হারালেও ইন্টারের সামনে রয়েছে আরও একটি বড় মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। ইউরোপিয়ান ফুটবলের মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের ফাইনালে আগামী ৩১ মে পিএসজির মুখোমুখি হবে তারা। এখন ইন্টারের সব মনোযোগ শিরোপার সেই লড়াইয়ে।

এবারের সিরি আ মরসুম তাই শেষ হলো নাটকীয় মোড় নিয়ে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে ফুটবল ভক্তরা দেখলো একটি পয়েন্টের ব্যবধানে বদলে গেলো শিরোপার গন্তব্য।