১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

ইশরাক ইস্যুতে বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 57

ছবি সংগৃহীত

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তবে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, পূর্বনির্ধারিত নয়াপল্টনের পরিবর্তে সংবাদ সম্মেলনটি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

গত দুই দিনে দেশের রাজনৈতিক অঙ্গনে বিরাজমান অস্থিরতা এবং চলমান ঘটনাপ্রবাহ নিয়ে একাধিক বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকগুলোতে দলীয় কৌশল নির্ধারণ, ভবিষ্যৎ কর্মপন্থা এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বিশেষ করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্ক এবং তাকে নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে টানা বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষাপটে বিএনপির এ সংবাদ সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে দলটির নেতারা মনে করছেন, ইশরাক ইস্যুকে ঘিরে সরকারের আচরণ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনে এসব বিষয় নিয়েই দলের অবস্থান ও পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হতে পারে।

বিএনপির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং তারা সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট ও দলের প্রতিক্রিয়া গণমাধ্যমের সামনে তুলে ধরবেন বলে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা এবং বিএনপির সক্রিয়তা আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তাই আজকের সংবাদ সম্মেলন রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ইশরাক ইস্যুতে বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

আপডেট সময় ০৫:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তবে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, পূর্বনির্ধারিত নয়াপল্টনের পরিবর্তে সংবাদ সম্মেলনটি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

গত দুই দিনে দেশের রাজনৈতিক অঙ্গনে বিরাজমান অস্থিরতা এবং চলমান ঘটনাপ্রবাহ নিয়ে একাধিক বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকগুলোতে দলীয় কৌশল নির্ধারণ, ভবিষ্যৎ কর্মপন্থা এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বিশেষ করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্ক এবং তাকে নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে টানা বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষাপটে বিএনপির এ সংবাদ সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে দলটির নেতারা মনে করছেন, ইশরাক ইস্যুকে ঘিরে সরকারের আচরণ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনে এসব বিষয় নিয়েই দলের অবস্থান ও পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হতে পারে।

বিএনপির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং তারা সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট ও দলের প্রতিক্রিয়া গণমাধ্যমের সামনে তুলে ধরবেন বলে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা এবং বিএনপির সক্রিয়তা আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তাই আজকের সংবাদ সম্মেলন রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।