ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভূমি সেবায় হয়রানির অবসান ঘটাতে মন্ত্রণালয় অঙ্গীকারাবদ্ধ: সিনিয়র সচিব কাশ্মীরে বন্দুকযুদ্ধে ১ ভারতীয় সেনা নিহত: নতুন করে বাড়ছে উত্তেজনা তারেক রহমানের প্রত্যাবর্তনে ‘বাধা সৃষ্টি করছে’ সরকারের একটি অংশ: রিজভী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবেশ উপেক্ষিত থাকলে টেকসই উন্নয়ন সম্ভব নয়: রিজওয়ানা হাসান রামগড়ে সীমান্তে ৫ জনকে পুশইন করেছে বিএসএফ শক্তিশালী মেঘমালায় উত্তাল বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জাপানে ৫০ নারীকে ধর্ষণের অভিযোগে ট্যাক্সিচালক গ্রেপ্তার, ৩০০০ ছবি-ভিডিও উদ্ধার সরকারি চাকরি আইন সংশোধনে বড় পদক্ষেপ, অধ্যাদেশের খসড়া অনুমোদন গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমালো বিটিআরসি

সাবেক সংসদ সদস্য মমতাজের ৬ দিনের রিমান্ডে মঞ্জুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 2

ছবি সংগৃহীত

 

মানিকগঞ্জের দুটি পৃথক মামলায় কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ৬ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২২ মে) সকালে তাকে ঢাকা কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ জেলা কোর্টে আনা হয়।

মানিকগঞ্জ সিনিয়র দায়রা ও জজ আদালতের বিচারক নূর হোসেন এই রিমান্ডের আদেশ দেন। এর আগে ১৩ মে মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম আসামির সাতদিনের রিমান্ড আবেদন করেন। একইসঙ্গে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে, একটি পুরনো মামলায় আরও দুইদিনের রিমান্ড মঞ্জুর হওয়ায় মোট রিমান্ডের মেয়াদ দাঁড়ায় ছয় দিন।

কোর্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের সিংগাইরের গোবিন্দলে চারজনকে হত্যা মামলায় মমতাজকে আসামি করে আদালতে হাজির করা হয়।

এর আগে গত ১২ মে রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এছাড়া, ভিন্ন আরেকটি মামলায় অভিযোগ রয়েছে ২০২৩ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মো. সাগর নামে এক তরুণকে গুলি করে হত্যা করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের সময় সাগরের বুকে গুলি লাগে এবং শরীর ভেদ করে বেরিয়ে যায়। পরে তিনি হাসপাতালে মারা যান।

ঘটনার চার মাস পর, গত ২৭ নভেম্বর নিহত সাগরের মা মোসা. বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করে আরও ২৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মমতাজ বেগম ওই মামলার ৪৯ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত।

প্রসঙ্গত, মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে বিজয়ী হন। তবে ২০২৪ সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।

নিউজটি শেয়ার করুন

সাবেক সংসদ সদস্য মমতাজের ৬ দিনের রিমান্ডে মঞ্জুর

আপডেট সময় ০১:১৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

 

মানিকগঞ্জের দুটি পৃথক মামলায় কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ৬ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২২ মে) সকালে তাকে ঢাকা কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ জেলা কোর্টে আনা হয়।

মানিকগঞ্জ সিনিয়র দায়রা ও জজ আদালতের বিচারক নূর হোসেন এই রিমান্ডের আদেশ দেন। এর আগে ১৩ মে মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম আসামির সাতদিনের রিমান্ড আবেদন করেন। একইসঙ্গে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে, একটি পুরনো মামলায় আরও দুইদিনের রিমান্ড মঞ্জুর হওয়ায় মোট রিমান্ডের মেয়াদ দাঁড়ায় ছয় দিন।

কোর্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের সিংগাইরের গোবিন্দলে চারজনকে হত্যা মামলায় মমতাজকে আসামি করে আদালতে হাজির করা হয়।

এর আগে গত ১২ মে রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এছাড়া, ভিন্ন আরেকটি মামলায় অভিযোগ রয়েছে ২০২৩ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মো. সাগর নামে এক তরুণকে গুলি করে হত্যা করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের সময় সাগরের বুকে গুলি লাগে এবং শরীর ভেদ করে বেরিয়ে যায়। পরে তিনি হাসপাতালে মারা যান।

ঘটনার চার মাস পর, গত ২৭ নভেম্বর নিহত সাগরের মা মোসা. বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করে আরও ২৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মমতাজ বেগম ওই মামলার ৪৯ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত।

প্রসঙ্গত, মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে বিজয়ী হন। তবে ২০২৪ সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।