ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভূমি সেবায় হয়রানির অবসান ঘটাতে মন্ত্রণালয় অঙ্গীকারাবদ্ধ: সিনিয়র সচিব কাশ্মীরে বন্দুকযুদ্ধে ১ ভারতীয় সেনা নিহত: নতুন করে বাড়ছে উত্তেজনা তারেক রহমানের প্রত্যাবর্তনে ‘বাধা সৃষ্টি করছে’ সরকারের একটি অংশ: রিজভী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবেশ উপেক্ষিত থাকলে টেকসই উন্নয়ন সম্ভব নয়: রিজওয়ানা হাসান রামগড়ে সীমান্তে ৫ জনকে পুশইন করেছে বিএসএফ শক্তিশালী মেঘমালায় উত্তাল বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জাপানে ৫০ নারীকে ধর্ষণের অভিযোগে ট্যাক্সিচালক গ্রেপ্তার, ৩০০০ ছবি-ভিডিও উদ্ধার সরকারি চাকরি আইন সংশোধনে বড় পদক্ষেপ, অধ্যাদেশের খসড়া অনুমোদন গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমালো বিটিআরসি

সাম্য হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার শাহবাগে সকাল-সন্ধ্যা ছাত্রদলের অবস্থান কর্মসূচি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 6

ছবি সংগৃহীত

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে বৃহস্পতির সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (২২ মে) ছাত্রদলের নেতাকর্মীরা শাহরিয়ার সাম্য হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে।

ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের মামলার তদন্তে চরম গাফিলতি ও দায়ীদের গ্রেপ্তারে ব্যর্থতার প্রতিবাদে এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।”

ছাত্রদলের পক্ষ থেকে আরও জানানো হয়, এই অবস্থান কর্মসূচির মাধ্যমে মূল ঘাতকসহ সকল অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হবে। একইসঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হবে সরকারের প্রতি।

উল্লেখ্য, কিছুদিন আগে ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ক্ষোভ প্রকাশ করে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে আসছে।

ছাত্রদলের নেতারা বলছেন, সাম্য হত্যাকাণ্ড শুধু একজন রাজনৈতিক কর্মীর মৃত্যু নয়, এটি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার প্রমাণ। তারা মনে করেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হবে না।

অবস্থান কর্মসূচিকে ঘিরে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের ঘোষণা দেওয়া হলেও শাহবাগ এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ছাত্রদলের পক্ষ থেকে জনদুর্ভোগ এড়াতে দায়িত্বশীল ভূমিকা পালনের আশ্বাস দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সাম্য হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার শাহবাগে সকাল-সন্ধ্যা ছাত্রদলের অবস্থান কর্মসূচি

আপডেট সময় ১১:২৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে বৃহস্পতির সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (২২ মে) ছাত্রদলের নেতাকর্মীরা শাহরিয়ার সাম্য হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে।

ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের মামলার তদন্তে চরম গাফিলতি ও দায়ীদের গ্রেপ্তারে ব্যর্থতার প্রতিবাদে এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।”

ছাত্রদলের পক্ষ থেকে আরও জানানো হয়, এই অবস্থান কর্মসূচির মাধ্যমে মূল ঘাতকসহ সকল অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হবে। একইসঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হবে সরকারের প্রতি।

উল্লেখ্য, কিছুদিন আগে ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ক্ষোভ প্রকাশ করে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে আসছে।

ছাত্রদলের নেতারা বলছেন, সাম্য হত্যাকাণ্ড শুধু একজন রাজনৈতিক কর্মীর মৃত্যু নয়, এটি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার প্রমাণ। তারা মনে করেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হবে না।

অবস্থান কর্মসূচিকে ঘিরে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের ঘোষণা দেওয়া হলেও শাহবাগ এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ছাত্রদলের পক্ষ থেকে জনদুর্ভোগ এড়াতে দায়িত্বশীল ভূমিকা পালনের আশ্বাস দেওয়া হয়েছে।