‘বাংলাদেশ ছাড়া আমার আর কোনো পাসপোর্ট নেই’: উপদেষ্টা খলিলুর রহমান

- আপডেট সময় ০৪:৫১:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / 7
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিনি কেবল বাংলাদেশের নাগরিক এবং অন্য কোনো দেশের পাসপোর্ট তার নেই। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার নাগরিকত্ব নিয়ে নানা আলোচনা ও সমালোচনার প্রেক্ষাপটে এ মন্তব্য করেন তিনি।
বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার একটাই সিটিজেনশিপ, সেটা বাংলাদেশি। আমি আমেরিকায় ছিলাম ঠিকই, তবে আমার কখনোই কোনো আমেরিকান পাসপোর্ট ছিল না।”
খলিলুর রহমান আরও বলেন, “বাংলাদেশ ছাড়া আমার কোনো দেশের পাসপোর্ট নেই। আমি যেটা নই, প্লিজ আমাকে সেটা বানাবেন না। আপনারা যদি ঢিল ছুড়েন, সেটা অন্য কারও ওপর গিয়ে পড়তে পারে। অনুরোধ করব দয়া করে এটা বন্ধ করুন।”
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বধারী কেউ কি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করতে পারেন? এই প্রসঙ্গেই উপদেষ্টা তার অবস্থান পরিষ্কার করেন।
তিনি বলেন, “আমি যেসব দায়িত্ব পালন করছি, সবই আমার দেশের স্বার্থে। একজন বাংলাদেশি নাগরিক হিসেবে দেশকে সেবা দিচ্ছি। যারা প্রশ্ন তুলছেন, তারা দয়া করে তথ্য যাচাই করে কথা বলুন।”
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এমন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভ্রান্তি ও অপপ্রচারে একটি নিরপেক্ষ দিকনির্দেশনা পাওয়া গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিষয়ে ভ্রান্ত তথ্য ছড়ানো শুধুমাত্র ব্যক্তি নয়, বরং পুরো রাষ্ট্রীয় ব্যবস্থার ওপরেই নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মত দিয়েছেন অনেকে।
সংবাদ সম্মেলনের শেষভাগে খলিলুর রহমান বলেন, “আমি গর্বিত বাংলাদেশি। দেশের জন্য কাজ করছি, করব। দায়িত্ব পালনে কারও অনুমোদনের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু দেশের মানুষের আস্থা ও ভালোবাসা।”
এ বক্তব্যের মাধ্যমে তিনি নাগরিকত্ব নিয়ে থাকা বিভ্রান্তি দূর করেছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।