ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাগর-রুনি হত্যা: ১১৮ বারের মতো পেছালো মামলার তদন্ত প্রতিবেদন ভারতের বিধিনিষেধে আমাদের আত্মনির্ভরতার নতুন দুয়ার খুলছে: আসিফ মাহমুদ অপসারণ নয়, নিজ ইচ্ছাতেই সরে যেতে চান পররাষ্ট্রসচিব: জানালেন পররাষ্ট্র উপদেষ্টা সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৩৩ জন দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন মেহজাবীন অচল সেন্টমার্টিন দ্বীপে দুর্বিষহ জীবন নতুন নোট আসছে বাজারে, সমাধান মিলছে ছেঁড়া টাকার ঝামেলায় শাসনের পথে র‍্যাবকে নতুন উদ্যমে এগিয়ে চলার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার ইউক্রেনের সুমিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, ৬ ইউক্রেনীয় সেনা নিহত

পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় শক্ত সমর্থনের ঘোষণা চীনের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 5

ছবি: সংগৃহীত

 

জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের প্রতি চীনের অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার (২০ মে) বেইজিংয়ে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ কথা বলেন তিনি।

সম্প্রতি অধিকৃত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলার পর ভারতের সঙ্গে চার দিনের উত্তেজনা শেষে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান, মতপার্থক্য নিরসনে দুই দেশের সংলাপ ও আলোচনার প্রচেষ্টাকে স্বাগত জানায় বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ওয়াং ই পাকিস্তানকে ‘আয়রনক্লাড ফ্রেন্ড’ হিসেবে উল্লেখ করেছেন এবং দুই দেশের মধ্যকার ‘সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব’ আরও গভীর করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চীনের এ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চীনের এই অবস্থান পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনায় দক্ষিণ এশিয়ার বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপট, চীন-পাকিস্তান বন্ধুত্বের ভবিষ্যৎ, এবং বিশেষ করে ‘সিপিইসি ২.০’ (চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের দ্বিতীয় ধাপ) বিষয়েও বিস্তারিত মতবিনিময় হয়।

পররাষ্ট্র দপ্তরের ভাষ্যমতে, উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সকল বিষয়ে মতৈক্যে পৌঁছানোর সন্তোষ প্রকাশ করেন এবং আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার লক্ষ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে, ইসহাক দার চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সাথেও সাক্ষাৎ করেন।

আঞ্চলিক উত্তেজনার পটভূমিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে কূটনৈতিক মহলে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। চীনের আমন্ত্রণে তিনি তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার বেইজিং পৌঁছান।

সূত্র: ডন

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় শক্ত সমর্থনের ঘোষণা চীনের

আপডেট সময় ১২:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

 

জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের প্রতি চীনের অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার (২০ মে) বেইজিংয়ে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ কথা বলেন তিনি।

সম্প্রতি অধিকৃত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলার পর ভারতের সঙ্গে চার দিনের উত্তেজনা শেষে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান, মতপার্থক্য নিরসনে দুই দেশের সংলাপ ও আলোচনার প্রচেষ্টাকে স্বাগত জানায় বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ওয়াং ই পাকিস্তানকে ‘আয়রনক্লাড ফ্রেন্ড’ হিসেবে উল্লেখ করেছেন এবং দুই দেশের মধ্যকার ‘সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব’ আরও গভীর করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চীনের এ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চীনের এই অবস্থান পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনায় দক্ষিণ এশিয়ার বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপট, চীন-পাকিস্তান বন্ধুত্বের ভবিষ্যৎ, এবং বিশেষ করে ‘সিপিইসি ২.০’ (চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের দ্বিতীয় ধাপ) বিষয়েও বিস্তারিত মতবিনিময় হয়।

পররাষ্ট্র দপ্তরের ভাষ্যমতে, উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সকল বিষয়ে মতৈক্যে পৌঁছানোর সন্তোষ প্রকাশ করেন এবং আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার লক্ষ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে, ইসহাক দার চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সাথেও সাক্ষাৎ করেন।

আঞ্চলিক উত্তেজনার পটভূমিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে কূটনৈতিক মহলে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। চীনের আমন্ত্রণে তিনি তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার বেইজিং পৌঁছান।

সূত্র: ডন