এবার চীনে আম রপ্তানির লক্ষ্য ১ লাখ ২০ হাজার মেট্রিক টন

- আপডেট সময় ০৬:৪২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / 7
চলতি মৌসুমে চীনে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এ লক্ষ্যের বাস্তবায়ন ও মাঠপর্যায়ের চ্যালেঞ্জ পর্যালোচনায় চাঁপাইনবাবগঞ্জ সফর করেছেন ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।
মঙ্গলবার সকালে তিনি জেলার শিবগঞ্জে রপ্তানিযোগ্য আমবাগান পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষক ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন তিনি।
সভায় ইপিবির ভাইস চেয়ারম্যান বলেন, “চাঁপাইনবাবগঞ্জের আম আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করার অপার সম্ভাবনা রয়েছে। মানসম্পন্ন প্যাকেজিং ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৈদেশিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও মজবুত করা সম্ভব। এ বছর চীনে ১.২০ লাখ মেট্রিক টন আম রপ্তানির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, আম রপ্তানির টেকসই উন্নয়নের লক্ষ্যে ‘ম্যাংগো বোর্ড’ গঠন, জাতীয় পর্যায়ে আম নীতিমালা প্রণয়ন, হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন, আধুনিক প্রক্রিয়াজাতকরণ সুবিধা নির্মাণ, কৃষকদের জন্য স্বল্পমূল্যের সোলার প্যানেল সরবরাহ এবং রাজশাহী বিমানবন্দর থেকে সরাসরি কার্গো পরিবহন সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া কৃষিভিত্তিক ইপিজেড প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।
রপ্তানির প্রসারে আগামী মাসে বিদেশি কূটনীতিক ও আমদানিকারকদের আমন্ত্রণ জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে ‘আম উৎসব’ আয়োজনের পরিকল্পনার কথাও জানান আনোয়ার হোসেন। তিনি আশা প্রকাশ করেন, এই উৎসব চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম বিশ্বব্যাপী পরিচিত করে তুলবে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভারতের সঙ্গে স্থলপথে রপ্তানির ক্ষেত্রে চলমান জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, “সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। অচিরেই এ সমস্যার সমাধান হবে।”
চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইপিবির পণ্য পরিচালক মো. শাহজালাল, চেম্বারের সহসভাপতি আখতারুল ইসলাম রিমনসহ জেলার বিভিন্ন আমচাষি ও উদ্যোক্তারা।