আগামী অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা হবে: অর্থ উপদেষ্টা

- আপডেট সময় ০২:৪৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / 10
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরে মহার্ঘ ভাতা (কল্যাণভিত্তিক বেতন বাড়তি সুবিধা) ঘোষণা করা হবে।
মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, “মহার্ঘ ভাতা আগামী অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্ত করা হবে। তবে এর বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। সরকার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে এবং একটি বিশেষ কমিটিকে এর দায়িত্বও দেয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “বাজেটে বিষয়টি ওয়ার্ক আউট করে দেখা হবে কখন থেকে এবং কতটুকু মহার্ঘ ভাতা দেওয়া সম্ভব। এই নিয়ে কোনো দ্বিধা বা সন্দেহের সুযোগ নেই। সরকার স্পষ্টভাবে এটি বাস্তবায়নের পথে এগোচ্ছে।”
এছাড়া সভায় চলমান অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতির চাপ এবং সরকারি ব্যয় কাঠামো নিয়েও আলোচনা হয় বলে জানান তিনি।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মহার্ঘ ভাতা নিয়ে ইতিবাচক অগ্রগতি এই ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট হলো। এতে করে আসন্ন বাজেট ঘিরে সরকারি কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
এদিকে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চলমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে এই মহার্ঘ ভাতা নির্ধারণে একটি যৌক্তিক ও টেকসই কাঠামো তৈরির কাজ শুরু হয়েছে।
মহার্ঘ ভাতা কার্যকর হলে এটি একদিকে যেমন সরকারি চাকরিজীবীদের আর্থিক স্বস্তি দেবে, তেমনি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।