নাটোরে বিএনপির মতবিনিময়সভায় দুই গ্রুপের সংঘর্ষ, ২ জন গুলিবিদ্ধসহ আহত ৫

- আপডেট সময় ০৩:৫৯:১২ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- / 18
নাটোরের গুরুদাসপুরে বিএনপির একটি মতবিনিময়সভাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত দুইজন। এছাড়া উভয় পক্ষের আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় শিক্ষা সংঘ পাবলিক লাইব্রেরি মাঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির উপজেলা ও পৌর কমিটির সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে এবং দলকে আরও শক্তিশালী করতে ওইদিন বিকেল থেকেই মতবিনিময়সভা চলছিল। সভার শেষ পর্যায়ে জেলা বিএনপির সদস্য আবু হেনা মোস্তফা কামাল গ্রুপ ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বেঁধে যায়, যা পরে গুলিবর্ষণের ঘটনায় রূপ নেয়।
এ সময় গুলিবিদ্ধ হন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুফি মো. আবু সাঈদ ও বিএনপিকর্মী আফতাব হোসেন। সংঘর্ষে উভয় পক্ষের আরও অন্তত তিনজন আহত হন।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য আবু হেনা মোস্তফা কামাল অভিযোগ করেন, ‘পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে।’ অপরদিকে, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ বলেন, ‘আধিপত্য বিস্তারের জন্যই আমাদের দলের ভেতরে এই হামলা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানান, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তদন্ত চলছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দলীয় কোন্দলের কারণে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সংঘর্ষের ঘটনা বাড়ছে। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয়ের অভাব ও নেতৃত্বের দ্বন্দ্বে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।