১২:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি, ফ্যাসিস্টদের বিচার চাইলেন নাহিদ ইসলাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪০:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 65

ছবি সংগৃহীত

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে। একইসঙ্গে তিনি সারা দেশে সংঘটিত কথিত ‘ফ্যাসিস্ট গণহত্যা’র সঙ্গে যুক্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

রোববার (১১ মে) সকালে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে নাহিদ ইসলাম বিপ্লবী ছাত্র ও সাধারণ জনগণের আন্দোলনের প্রতি অভিনন্দন জানান এবং সরকারকে সাধুবাদও জানান। তবে তিনি বলেন, ঘোষিত সিদ্ধান্তগুলোর দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

নাহিদ ইসলামের ভাষ্য অনুযায়ী, ‘বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন জানাই, যারা রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। সরকারকেও ধন্যবাদ, তবে ঘোষণাপত্র অনুযায়ী দ্রুত বাস্তবায়ন দেখতে চাই। বিশেষ করে জুলাই ঘোষণাপত্র ও বিচার সংক্রান্ত প্রশ্নে আমাদের সংগ্রাম চলবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে। নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করা প্রয়োজন। পাশাপাশি যারা সারা দেশে ফ্যাসিস্ট কায়দায় সাধারণ জনগণের ওপর হামলা চালিয়েছে, তাদেরও দ্রুত চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।’

বিবৃতিতে তিনি দাবি করেন, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা সময়ের দাবি হয়ে উঠেছে। জনগণের ওপর চালানো দমন-পীড়নের জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেন নাহিদ ইসলাম।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সোচ্চার হয়ে উঠেছে। ফেসবুকভিত্তিক বিভিন্ন বিবৃতির মাধ্যমে তারা সরকারের নানা সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের সমালোচনা করে আসছে। নাহিদ ইসলামের এই বিবৃতিও তারই ধারাবাহিক অংশ।

এনসিপি সূত্র জানায়, দলটি আগামীতেও রাজনৈতিক সংস্কার ও ন্যায়বিচারের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত রাখবে।

 

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি, ফ্যাসিস্টদের বিচার চাইলেন নাহিদ ইসলাম

আপডেট সময় ০৩:৪০:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে। একইসঙ্গে তিনি সারা দেশে সংঘটিত কথিত ‘ফ্যাসিস্ট গণহত্যা’র সঙ্গে যুক্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

রোববার (১১ মে) সকালে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে নাহিদ ইসলাম বিপ্লবী ছাত্র ও সাধারণ জনগণের আন্দোলনের প্রতি অভিনন্দন জানান এবং সরকারকে সাধুবাদও জানান। তবে তিনি বলেন, ঘোষিত সিদ্ধান্তগুলোর দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

নাহিদ ইসলামের ভাষ্য অনুযায়ী, ‘বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন জানাই, যারা রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। সরকারকেও ধন্যবাদ, তবে ঘোষণাপত্র অনুযায়ী দ্রুত বাস্তবায়ন দেখতে চাই। বিশেষ করে জুলাই ঘোষণাপত্র ও বিচার সংক্রান্ত প্রশ্নে আমাদের সংগ্রাম চলবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে। নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করা প্রয়োজন। পাশাপাশি যারা সারা দেশে ফ্যাসিস্ট কায়দায় সাধারণ জনগণের ওপর হামলা চালিয়েছে, তাদেরও দ্রুত চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।’

বিবৃতিতে তিনি দাবি করেন, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা সময়ের দাবি হয়ে উঠেছে। জনগণের ওপর চালানো দমন-পীড়নের জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেন নাহিদ ইসলাম।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সোচ্চার হয়ে উঠেছে। ফেসবুকভিত্তিক বিভিন্ন বিবৃতির মাধ্যমে তারা সরকারের নানা সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের সমালোচনা করে আসছে। নাহিদ ইসলামের এই বিবৃতিও তারই ধারাবাহিক অংশ।

এনসিপি সূত্র জানায়, দলটি আগামীতেও রাজনৈতিক সংস্কার ও ন্যায়বিচারের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত রাখবে।