ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইয়ামালকে ১০ গুণ বেশি বেতন দিতে চলেছে বার্সা: তরুণ তারকার জন্য বিশাল বিনিয়োগ ময়মনসিংহে বাণিজ্যিক আঙ্গুর চাষে সুমনের অভাবনীয় সাফল্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে তাপমাত্রা, ঢাকা থাকছে মেঘাচ্ছন্ন টিকিট জোগাড়ে প্রস্তুতি: ২ জুনের ট্রেন টিকিট আজ বিক্রি শুরু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসী আটক: ব্যাপক ধরপাকড় অভিযান মাইক্রোসফটে অভ্যন্তরীণ ইমেইলে “ফিলিস্তিন” শব্দ নিষিদ্ধ মার্কিন-বিরোধী উস্কানির অভিযোগ: হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করল ট্রাম্প সরকারি দৈনিকভিত্তিক শ্রমিকদের মজুরি বাড়লো: কার্যকর ১ জুলাই থেকে ভূমি সেবায় হয়রানির অবসান ঘটাতে মন্ত্রণালয় অঙ্গীকারাবদ্ধ: সিনিয়র সচিব কাশ্মীরে বন্দুকযুদ্ধে ১ ভারতীয় সেনা নিহত: নতুন করে বাড়ছে উত্তেজনা

বিসিবি ছাড়ছেন আন্দ্রে অ্যাডামস, পেস বোলিং কোচ হিসেবে এগিয়ে শন টেইট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 8

ছবি সংগৃহীত

 

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে আন্দ্রে অ্যাডামসের অধ্যায় শেষের পথে। নিউজিল্যান্ডের সাবেক এই পেসারের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে তার আগেই পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দায়িত্ব ছাড়তে যাচ্ছেন তিনি।

২০২৩ সালে অ্যালান ডোনাল্ডের বিদায়ের পর অ্যাডামসকে দায়িত্ব দিয়েছিল বিসিবি। প্রায় দেড় বছর দলের সঙ্গে কাজ করলেও বোর্ড আর তাকে নিয়ে আগ্রহী নয় বলে জানা গেছে। বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে, নতুন পেস বোলিং কোচ নিয়োগের প্রক্রিয়াও অনেক দূর এগিয়ে গেছে।

এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক গতিময় পেসার শন টেইট। ভয়ংকর গতি আর আগ্রাসী বোলিংয়ের জন্য পরিচিত টেইট অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ৩টি টেস্ট, ৩৫টি ওয়ানডে এবং ২১টি টি-টোয়েন্টি ম্যাচ।

টেইটের সঙ্গে বিসিবির আলোচনার সূচনা হয়েছে অনেক আগেই। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন সময়েই টেইটের সঙ্গে গভীরভাবে আলোচনা হয়, যখন তিনি চিটাগং কিংসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। এর আগেও, ২০২২ সালে তার সঙ্গে বিসিবির আলোচনা হয়েছিল। এমনকি গত বছরও তিনি নিজের নাম দিয়েছিলেন, যদিও পরে তা প্রত্যাহার করে নেন।

এবার অবশ্য সবদিক থেকেই আলোচনা ইতিবাচক। বিসিবি সূত্রে জানা গেছে, শন টেইটকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিতে প্রস্তুত বোর্ড এবং সবকিছু ঠিক থাকলে চূড়ান্ত ঘোষণা আসতে পারে খুব শিগগিরই।

আন্দ্রে অ্যাডামসের বিদায়ে নতুন একজন কোচের আগমন বাংলাদেশের পেস ইউনিটে নতুন দিক উন্মোচন করবে বলে আশাবাদী বোর্ড কর্তারা। শন টেইটের আগ্রাসী মেজাজ ও অভিজ্ঞতা হয়তো বাংলাদেশের পেস আক্রমণে নতুন মাত্রা যোগ করবে এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।

 

নিউজটি শেয়ার করুন

বিসিবি ছাড়ছেন আন্দ্রে অ্যাডামস, পেস বোলিং কোচ হিসেবে এগিয়ে শন টেইট

আপডেট সময় ১২:৩৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

 

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে আন্দ্রে অ্যাডামসের অধ্যায় শেষের পথে। নিউজিল্যান্ডের সাবেক এই পেসারের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে তার আগেই পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দায়িত্ব ছাড়তে যাচ্ছেন তিনি।

২০২৩ সালে অ্যালান ডোনাল্ডের বিদায়ের পর অ্যাডামসকে দায়িত্ব দিয়েছিল বিসিবি। প্রায় দেড় বছর দলের সঙ্গে কাজ করলেও বোর্ড আর তাকে নিয়ে আগ্রহী নয় বলে জানা গেছে। বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে, নতুন পেস বোলিং কোচ নিয়োগের প্রক্রিয়াও অনেক দূর এগিয়ে গেছে।

এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক গতিময় পেসার শন টেইট। ভয়ংকর গতি আর আগ্রাসী বোলিংয়ের জন্য পরিচিত টেইট অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ৩টি টেস্ট, ৩৫টি ওয়ানডে এবং ২১টি টি-টোয়েন্টি ম্যাচ।

টেইটের সঙ্গে বিসিবির আলোচনার সূচনা হয়েছে অনেক আগেই। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন সময়েই টেইটের সঙ্গে গভীরভাবে আলোচনা হয়, যখন তিনি চিটাগং কিংসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। এর আগেও, ২০২২ সালে তার সঙ্গে বিসিবির আলোচনা হয়েছিল। এমনকি গত বছরও তিনি নিজের নাম দিয়েছিলেন, যদিও পরে তা প্রত্যাহার করে নেন।

এবার অবশ্য সবদিক থেকেই আলোচনা ইতিবাচক। বিসিবি সূত্রে জানা গেছে, শন টেইটকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিতে প্রস্তুত বোর্ড এবং সবকিছু ঠিক থাকলে চূড়ান্ত ঘোষণা আসতে পারে খুব শিগগিরই।

আন্দ্রে অ্যাডামসের বিদায়ে নতুন একজন কোচের আগমন বাংলাদেশের পেস ইউনিটে নতুন দিক উন্মোচন করবে বলে আশাবাদী বোর্ড কর্তারা। শন টেইটের আগ্রাসী মেজাজ ও অভিজ্ঞতা হয়তো বাংলাদেশের পেস আক্রমণে নতুন মাত্রা যোগ করবে এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।