ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলনে তিনজনের কারাদণ্ড, ধ্বংস ৫০ নৌকা

- আপডেট সময় ১১:৪২:২২ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- / 16
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারি-সংলগ্ন বাংকার এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনের অভিযোগে তিনজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাথর উত্তোলনে ব্যবহৃত ৫০টি নৌকা ধ্বংস এবং প্রায় আড়াই লাখ ঘনফুট বালু জব্দ করা হয়।
গতকাল শনিবার দুপুর তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উপজেলার বাংকার ও তেলিখাল এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার। তাঁর সঙ্গে ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
ভ্রাম্যমাণ আদালতের তথ্য অনুযায়ী, তেলিখাল এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত দুই লাখ ৫০ হাজার ঘনফুট বালু ও একটি পেলুডার (বালু উত্তোলন ও নামানোর যন্ত্র) জব্দ করা হয়। এছাড়া বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকের বৈধ কাগজপত্র না থাকায় মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর সন্ধ্যায় বাংকার এলাকায় অভিযান চালিয়ে পাথর উত্তোলন ও পরিবহনে জড়িত থাকার দায়ে তিনজনকে দুই বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন আজিজুল, আলাউদ্দিন ও শফিকুল ইসলাম।
এ বিষয়ে ইউএনও আজিজুন্নাহার জানান, “অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রম চলমান থাকবে।”
এর আগে, গত ২৬ এপ্রিল কোম্পানীগঞ্জের সাদা পাথর এলাকায় স্থানীয় প্রশাসনের পরিচালিত টাস্কফোর্স অভিযানে নয়জনকে একই ধরনের অপরাধে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল। অভিযুক্তদের মধ্যে একজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থার জন্য পাঠানো হয়।
প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা এবং অবৈধ খনন কার্যক্রম বন্ধে এই ধরনের অভিযান আগামীতেও জোরদারভাবে পরিচালিত হবে।