ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাগরিকার হ্যাটট্রিক: শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসাল বাংলাদেশ বিএনপির দুই পক্ষে সংঘর্ষ: পাবনায় ১০ নেতাকর্মীর বহিষ্কার কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৮ ইউনিটের অভিযান চারদিন সাগরে ভেসে থাকা ৯ জেলেকে উদ্ধার: এখনও নিখোঁজ ৩ বাংলাদেশে প্রথমবার মুক্তি পাচ্ছে নেপালি ছবি: ‘ন ডরাই’ এর বিনিময়ে ফয়জুল করীম: ‘দেশের রাজনৈতিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’ বিশ্বাসীদের কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের পথে ইউরোপীয় ইউনিয়ন হাসপাতাল নিতে বলায় গৃহবধূকে কুপিয়ে হত্যা: আতঙ্কজনক ঘটনা ডেঙ্গু আতঙ্ক: মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৩৩৭

শুভ বুদ্ধ পূর্ণিমা: বৌদ্ধ ধর্মাবলম্বীদের সম্প্রীতির বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 28

ছবি সংগৃহীত

 

বৌদ্ধ সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য এক দৃষ্টান্ত। হাজার বছর ধরে এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এ দেশ সকল ধর্মাবলম্বীর জন্যই একটি নিরাপদ আবাসভূমি।”

অধ্যাপক ইউনূস বলেন, “মহামতি গৌতম বুদ্ধ অহিংসা, শান্তি ও মানবকল্যাণের পথ দেখিয়েছেন। তিনি হিংসা, বিদ্বেষ ও লালসার ঊর্ধ্বে উঠে মানুষকে আলোর পথে আহ্বান জানিয়েছেন। তাঁর জীবনদর্শন আজও মানবতার অন্যতম পথনির্দেশক।”

তিনি বলেন, “গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার গণআন্দোলনের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের ন্যায্য অধিকার ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বুদ্ধের অহিংসার আদর্শ এই নতুন বাংলাদেশের জন্য হতে পারে শক্তিশালী প্রেরণা।”

বাণীতে তিনি আরও বলেন, “বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় সবসময় অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। গৌতম বুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে তারা বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবেন বলেই আমি বিশ্বাস করি।”

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশব্যাপী আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করে অধ্যাপক ইউনূস বলেন, “এই পবিত্র দিনে গৌতম বুদ্ধের শান্তির বাণী আমাদের সকলের মধ্যে মানবতা, সহনশীলতা এবং সম্প্রীতির বন্ধন আরও জোরদার করুক।”

এই শুভ দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের প্রতি শান্তি, মঙ্গল ও অগ্রগতির শুভকামনা জানান তিনি।

 

নিউজটি শেয়ার করুন

শুভ বুদ্ধ পূর্ণিমা: বৌদ্ধ ধর্মাবলম্বীদের সম্প্রীতির বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১০:১৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

 

বৌদ্ধ সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য এক দৃষ্টান্ত। হাজার বছর ধরে এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এ দেশ সকল ধর্মাবলম্বীর জন্যই একটি নিরাপদ আবাসভূমি।”

অধ্যাপক ইউনূস বলেন, “মহামতি গৌতম বুদ্ধ অহিংসা, শান্তি ও মানবকল্যাণের পথ দেখিয়েছেন। তিনি হিংসা, বিদ্বেষ ও লালসার ঊর্ধ্বে উঠে মানুষকে আলোর পথে আহ্বান জানিয়েছেন। তাঁর জীবনদর্শন আজও মানবতার অন্যতম পথনির্দেশক।”

তিনি বলেন, “গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার গণআন্দোলনের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের ন্যায্য অধিকার ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বুদ্ধের অহিংসার আদর্শ এই নতুন বাংলাদেশের জন্য হতে পারে শক্তিশালী প্রেরণা।”

বাণীতে তিনি আরও বলেন, “বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় সবসময় অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। গৌতম বুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে তারা বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবেন বলেই আমি বিশ্বাস করি।”

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশব্যাপী আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করে অধ্যাপক ইউনূস বলেন, “এই পবিত্র দিনে গৌতম বুদ্ধের শান্তির বাণী আমাদের সকলের মধ্যে মানবতা, সহনশীলতা এবং সম্প্রীতির বন্ধন আরও জোরদার করুক।”

এই শুভ দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের প্রতি শান্তি, মঙ্গল ও অগ্রগতির শুভকামনা জানান তিনি।