ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ শিক্ষার্থীদের করা উচিত নয়: শিক্ষা উপদেষ্টা জলমহাল নীতিমালা পরিবর্তন করে প্রকৃত মৎস্যজীবীদের পাবে অগ্রাধিকার: প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংক পেতে যাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে ১১ জন মেয়ে ও ১৩৫ জন শিশু: শারমিন মুরশিদ চীন ও তুরস্কের সহায়তার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করল পাকিস্তান লাগামহীন ও অবিশ্বাস্য মাত্রার লুটপাট আওয়ামী লীগ সরকারের বড় দৃষ্টান্ত: আসিফ মাহমুদ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫৪ জন গ্রেপ্তার সব শ্রেণির মানুষের রক্ত-ঘামে জুলাই বিপ্লবের সাফল্য: আসিফ মাহমুদ ট্রাম্পের শুল্কনীতিতে বিপর্যস্ত মার্কিন অর্থনীতি, ছাঁটাই-ব্যয় সংকটে ব্যবসা খাত গাজীপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

‘জুলাই স্পিরিট’ নিয়ে প্রতারণাকারীদের হুঁশিয়ারি ছাত্রশিবির সভাপতির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 20

ছবি: সংগৃহীত

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ‘জুলাই স্পিরিট’ নিয়ে কোনো ধরণের প্রতারণা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, শহীদের রক্তে রঞ্জিত এই চেতনাকে যারা উপেক্ষা করবে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

আজ বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন ছাত্রশিবির সভাপতি। তিনি লেখেন, “শহীদের রক্তে রঞ্জিত ‘জুলাই স্পিরিট’-এর সাথে যারা প্রতারণা করবে, তারা কেউ রেহাই পাবে না। ইতিহাসের আস্তাকুঁড়েই তাদের স্থান হবে।”

পোস্টটিতে তিনি আরও উল্লেখ করেন, “শহীদের রক্তের কাছে আমাদের দায় আছে। আমাদের লক্ষ্য ‘চূড়ান্ত বিপ্লব’। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিকট জুলাইকে হেরে যেতে দিবো না।”

এর আগে গতকাল রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির নেতাকর্মীরা রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করেন। এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর নেতৃত্বে এই কর্মসূচি শুরু হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যরাও এই অবস্থানে অংশ নেন।

ছাত্র-জনতার এই প্রতিবাদে একাত্মতা জানিয়ে শিবির সভাপতি আলাদা একটি পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, “জুলাইকে কোনো দমন-পীড়ন, কোনো ষড়যন্ত্রের কাছে হেরে যেতে দিবো না।”

শিবির সভাপতির এই বক্তব্য ও অবস্থান ফেসবুকে ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে শহীদের চেতনায় অবিচল থাকার প্রত্যয় প্রকাশ করছেন।

প্রসঙ্গত, ‘জুলাই স্পিরিট’ বলতে শহীদের আত্মত্যাগ ও ইসলামী আন্দোলনের এক অনন্য অধ্যায়কে বোঝানো হয়, যা ছাত্রশিবিরের আদর্শিক চেতনাকে প্রভাবিত করে। সেই স্পিরিটকে ঘিরে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক আন্দোলন ও অবস্থান কর্মসূচি নতুন মাত্রা পেয়েছে।

ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলামের ভাষায়, “এ চেতনা নিয়ে যারা ছলনা করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না।”

নিউজটি শেয়ার করুন

‘জুলাই স্পিরিট’ নিয়ে প্রতারণাকারীদের হুঁশিয়ারি ছাত্রশিবির সভাপতির

আপডেট সময় ১০:১৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ‘জুলাই স্পিরিট’ নিয়ে কোনো ধরণের প্রতারণা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, শহীদের রক্তে রঞ্জিত এই চেতনাকে যারা উপেক্ষা করবে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

আজ বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন ছাত্রশিবির সভাপতি। তিনি লেখেন, “শহীদের রক্তে রঞ্জিত ‘জুলাই স্পিরিট’-এর সাথে যারা প্রতারণা করবে, তারা কেউ রেহাই পাবে না। ইতিহাসের আস্তাকুঁড়েই তাদের স্থান হবে।”

পোস্টটিতে তিনি আরও উল্লেখ করেন, “শহীদের রক্তের কাছে আমাদের দায় আছে। আমাদের লক্ষ্য ‘চূড়ান্ত বিপ্লব’। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিকট জুলাইকে হেরে যেতে দিবো না।”

এর আগে গতকাল রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির নেতাকর্মীরা রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করেন। এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর নেতৃত্বে এই কর্মসূচি শুরু হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যরাও এই অবস্থানে অংশ নেন।

ছাত্র-জনতার এই প্রতিবাদে একাত্মতা জানিয়ে শিবির সভাপতি আলাদা একটি পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, “জুলাইকে কোনো দমন-পীড়ন, কোনো ষড়যন্ত্রের কাছে হেরে যেতে দিবো না।”

শিবির সভাপতির এই বক্তব্য ও অবস্থান ফেসবুকে ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে শহীদের চেতনায় অবিচল থাকার প্রত্যয় প্রকাশ করছেন।

প্রসঙ্গত, ‘জুলাই স্পিরিট’ বলতে শহীদের আত্মত্যাগ ও ইসলামী আন্দোলনের এক অনন্য অধ্যায়কে বোঝানো হয়, যা ছাত্রশিবিরের আদর্শিক চেতনাকে প্রভাবিত করে। সেই স্পিরিটকে ঘিরে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক আন্দোলন ও অবস্থান কর্মসূচি নতুন মাত্রা পেয়েছে।

ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলামের ভাষায়, “এ চেতনা নিয়ে যারা ছলনা করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না।”