০১:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 132

ছবি সংগৃহীত

 

চট্টগ্রামে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন এক গার্মেন্টস কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে নগরীর দুই নম্বর গেট-অক্সিজেন সড়কের উড়ালসড়কের মুখে অবস্থান নেন তারা। ফলে ওই এলাকার গুরুত্বপূর্ণ সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়। সৃষ্টি হয় তীব্র যানজট। এতে বিপাকে পড়েন অফিসগামী লোকজন ও এসএসসি পরীক্ষার্থীরা।

দুই নম্বর গেট থেকে বায়েজিদ বোস্তামী পর্যন্ত দীর্ঘ যানজটে আটকে পড়ে অসংখ্য যানবাহন। অনেকেই হাঁটতে বাধ্য হন। শ্রমিকদের অবস্থানের কারণে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, যা নগরবাসীর ভোগান্তি আরও বাড়িয়ে তোলে।

বিজ্ঞাপন

অবরোধে অংশ নেওয়া রহিমা গার্মেন্টসের শ্রমিক রবিউল হোসেন জানান, টানা তিন মাস ধরে বেতন পাচ্ছেন না তারা। কর্তৃপক্ষ প্রতিনিয়ত আশ্বাস দিলেও কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বলেন, “গতকাল রাতেই শুনি, কর্তৃপক্ষ কারখানা থেকে মালামাল সরিয়ে ফেলেছে। এতে আমাদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে গেছে। আমরা বাধ্য হয়েই রাস্তায় নেমেছি।”

এ প্রসঙ্গে খুলশী থানার ডিউটি অফিসার নাইমুর রহমান বলেন, “শ্রমিকদের সঙ্গে কথা বলতে পুলিশের দুটি দল ঘটনাস্থলে রয়েছে। তারা শ্রমিকদের বুঝিয়ে শান্তিপূর্ণভাবে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।”

স্থানীয়দের অভিযোগ, এমন ঘটনা প্রায়ই ঘটছে, কিন্তু শ্রমিকদের সমস্যার স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। তারা বলেন, মালিক পক্ষ শ্রমিকদের শ্রমের মূল্য দিতে গড়িমসি করলে এমন উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হবেই।

শ্রমিকদের এই বকেয়া বেতনের সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কর্মজীবী মানুষের আন্দোলন যেন জনদুর্ভোগে পরিণত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিকদের সঙ্গে পুলিশের আলোচনা চলছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট সময় ০১:১৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

 

চট্টগ্রামে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন এক গার্মেন্টস কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে নগরীর দুই নম্বর গেট-অক্সিজেন সড়কের উড়ালসড়কের মুখে অবস্থান নেন তারা। ফলে ওই এলাকার গুরুত্বপূর্ণ সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়। সৃষ্টি হয় তীব্র যানজট। এতে বিপাকে পড়েন অফিসগামী লোকজন ও এসএসসি পরীক্ষার্থীরা।

দুই নম্বর গেট থেকে বায়েজিদ বোস্তামী পর্যন্ত দীর্ঘ যানজটে আটকে পড়ে অসংখ্য যানবাহন। অনেকেই হাঁটতে বাধ্য হন। শ্রমিকদের অবস্থানের কারণে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, যা নগরবাসীর ভোগান্তি আরও বাড়িয়ে তোলে।

বিজ্ঞাপন

অবরোধে অংশ নেওয়া রহিমা গার্মেন্টসের শ্রমিক রবিউল হোসেন জানান, টানা তিন মাস ধরে বেতন পাচ্ছেন না তারা। কর্তৃপক্ষ প্রতিনিয়ত আশ্বাস দিলেও কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বলেন, “গতকাল রাতেই শুনি, কর্তৃপক্ষ কারখানা থেকে মালামাল সরিয়ে ফেলেছে। এতে আমাদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে গেছে। আমরা বাধ্য হয়েই রাস্তায় নেমেছি।”

এ প্রসঙ্গে খুলশী থানার ডিউটি অফিসার নাইমুর রহমান বলেন, “শ্রমিকদের সঙ্গে কথা বলতে পুলিশের দুটি দল ঘটনাস্থলে রয়েছে। তারা শ্রমিকদের বুঝিয়ে শান্তিপূর্ণভাবে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।”

স্থানীয়দের অভিযোগ, এমন ঘটনা প্রায়ই ঘটছে, কিন্তু শ্রমিকদের সমস্যার স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। তারা বলেন, মালিক পক্ষ শ্রমিকদের শ্রমের মূল্য দিতে গড়িমসি করলে এমন উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হবেই।

শ্রমিকদের এই বকেয়া বেতনের সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কর্মজীবী মানুষের আন্দোলন যেন জনদুর্ভোগে পরিণত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিকদের সঙ্গে পুলিশের আলোচনা চলছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।