১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

পিলখানা হত্যা মামলায় আজ ২৩৯ বিডিআর সদস্যের জামিন ও সাক্ষ্যগ্রহণ আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 50

ছবি সংগৃহীত

 

রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় কারাবন্দি ২৩৯ জন বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্যের জামিন ও সাক্ষ্যগ্রহণের বিষয়ে আদেশ হতে পারে আজ বৃহস্পতিবার (৮ মে)।

কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহীম মিয়া এ বিষয়ে আদেশ দেবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এর আগে গত ১৩ মার্চ আসামিদের জামিন আবেদন নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আদেশের জন্য ১৬ মার্চ দিন ধার্য করেন। কিন্তু সেদিন আদেশ না দিয়ে তা পিছিয়ে ১৭ মার্চ পুনরায় দিন নির্ধারণ করা হয়। সেদিনও আদেশ না দিয়ে মামলাটি ১০ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়।

তবে ১০ এপ্রিল বিচারক ইব্রাহিম মিয়া অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। ফলে ওইদিন ২৩৯ জন আসামির জামিন ও সাক্ষ্যগ্রহণের বিষয়ে কোনো আদেশ দেওয়া সম্ভব হয়নি।

মামলার সংশ্লিষ্ট আইনজীবীরা আশা করছেন, আজকের দিনে আদালত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

উল্লেখ্য, পিলখানার ট্র্যাজেডিকে ঘিরে বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিচার কাজ চলমান রয়েছে। কারাগারে আটক থাকা এসব বিডিআর সদস্যের জামিন না হওয়ায় মামলা এগিয়ে নিতে সাক্ষ্যগ্রহণও পিছিয়ে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, একই মামলায় এর আগেও গত ১৯ জানুয়ারি ১৭৮ জন বিডিআর সদস্যকে জামিন দিয়েছিল একই আদালত।

বহুল আলোচিত ও দেশের ইতিহাসে অন্যতম নৃশংস এ ঘটনার বিচার কার্যক্রম এখনও সম্পূর্ণরূপে শেষ না হওয়ায়, বিচারপ্রার্থীদের মধ্যে দীর্ঘদিনের অপেক্ষা ও উদ্বেগ বিরাজ করছে। আজকের আদেশ তাই অনেকের জন্য গুরুত্বপূর্ণ এক দিক নির্দেশনা হয়ে উঠতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আদালতের নির্দেশনার ওপর নির্ভর করেই মামলার পরবর্তী ধাপ ও বিচারকাজের গতি নির্ধারিত হবে।

নিউজটি শেয়ার করুন

পিলখানা হত্যা মামলায় আজ ২৩৯ বিডিআর সদস্যের জামিন ও সাক্ষ্যগ্রহণ আজ

আপডেট সময় ১২:২৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

 

রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় কারাবন্দি ২৩৯ জন বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্যের জামিন ও সাক্ষ্যগ্রহণের বিষয়ে আদেশ হতে পারে আজ বৃহস্পতিবার (৮ মে)।

কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহীম মিয়া এ বিষয়ে আদেশ দেবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এর আগে গত ১৩ মার্চ আসামিদের জামিন আবেদন নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আদেশের জন্য ১৬ মার্চ দিন ধার্য করেন। কিন্তু সেদিন আদেশ না দিয়ে তা পিছিয়ে ১৭ মার্চ পুনরায় দিন নির্ধারণ করা হয়। সেদিনও আদেশ না দিয়ে মামলাটি ১০ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়।

তবে ১০ এপ্রিল বিচারক ইব্রাহিম মিয়া অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। ফলে ওইদিন ২৩৯ জন আসামির জামিন ও সাক্ষ্যগ্রহণের বিষয়ে কোনো আদেশ দেওয়া সম্ভব হয়নি।

মামলার সংশ্লিষ্ট আইনজীবীরা আশা করছেন, আজকের দিনে আদালত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

উল্লেখ্য, পিলখানার ট্র্যাজেডিকে ঘিরে বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিচার কাজ চলমান রয়েছে। কারাগারে আটক থাকা এসব বিডিআর সদস্যের জামিন না হওয়ায় মামলা এগিয়ে নিতে সাক্ষ্যগ্রহণও পিছিয়ে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, একই মামলায় এর আগেও গত ১৯ জানুয়ারি ১৭৮ জন বিডিআর সদস্যকে জামিন দিয়েছিল একই আদালত।

বহুল আলোচিত ও দেশের ইতিহাসে অন্যতম নৃশংস এ ঘটনার বিচার কার্যক্রম এখনও সম্পূর্ণরূপে শেষ না হওয়ায়, বিচারপ্রার্থীদের মধ্যে দীর্ঘদিনের অপেক্ষা ও উদ্বেগ বিরাজ করছে। আজকের আদেশ তাই অনেকের জন্য গুরুত্বপূর্ণ এক দিক নির্দেশনা হয়ে উঠতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আদালতের নির্দেশনার ওপর নির্ভর করেই মামলার পরবর্তী ধাপ ও বিচারকাজের গতি নির্ধারিত হবে।