ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হলেন ডিএমপির সাবেক ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক

- আপডেট সময় ০৬:৪১:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 40
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক গোয়েন্দা প্রধান (ডিবি) রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি বর্তমানে দায়িত্ব পালনরত ডিআইজি এ কে এম আওলাদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন।
এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতি দিয়ে পুলিশ টেলিকম বিভাগে বদলি করা হয়েছে।
এর আগে চলতি বছরের ১৩ মার্চ, সুনির্দিষ্ট কোনো কারণ না জানিয়ে রেজাউল করিম মল্লিককে ডিবি প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তী সময়ে তাকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত রাখা হয়।
একই প্রজ্ঞাপনে আরও পাঁচজন উর্ধ্বতন কর্মকর্তার পদায়ন ও বদলির আদেশ দেওয়া হয়েছে। তারা হলেন
* মো. ছিবগত উল্লাহ: অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব), সিআইডি, ঢাকা
* গাজী জসীম উদ্দিন: অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব), শিল্পাঞ্চল পুলিশ
* মো. তাওফিক মাহবুব চৌধুরী: প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি), বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদা
* ড. শোয়েব রিয়াজ আলম: ডিআইজি, স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন)
পুলিশ প্রশাসনের এই রদবদলকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে ডিএমপির অভ্যন্তরীণ কাঠামো ও গোয়েন্দা কার্যক্রমে দীর্ঘদিন যুক্ত থাকা রেজাউল করিম মল্লিকের নতুন দায়িত্বগ্রহণকে কেন্দ্র করে।
তিনি এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করেছেন। এবার ঢাকা রেঞ্জে ডিআইজি হিসেবে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হয়, তা এখন দেখার বিষয়।