ঢাকা ০১:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে আজ মুখোমুখি হবে মেসির ইন্টার মায়ামি ও পিএসজি হাতিয়ার কিশোরীকে নির্যাতন ও অপহরণ : চট্টগ্রামে অভিযুক্ত আটক জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার ব্যর্থ, এনসিপি নিজেই ঘোষণা দেবে: নাহিদ ইসলাম ভারতে রথযাত্রায় মর্মান্তিক পদদলনের ঘটনায় নিহত ৩, আহত ১০ উত্তরার আজমপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় পাকিস্তান কোনো আপস করবে না: সেনাপ্রধান বেনফিকাকে হারিয়ে চেলসি ও বোতাফোগোর হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পালমেইরাস ডিএসইতে আধা ঘণ্টায় লেনদেন ৮০ কোটি টাকা, পুঁজিবাজারে সূচকের উত্থান নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি স্থগিত করল আপিল বিভাগ পাকিস্তানেরসেন্ট্রাল জেলে বন্দিদের ওপর গুলিবর্ষণের ঘটনায় সুপারসহ ১৫ কর্মকর্তা বরখাস্ত

মিয়ানমারে সহায়তার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: ফারুক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 18

ছবি: সংগৃহীত

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, মিয়ানমারে মানবিক সহায়তা পাঠাতে করিডরের দরকার নেই। বাংলাদেশের নিজস্ব সক্ষমতা রয়েছে, যা দিয়েই এই সহায়তা দেওয়া সম্ভব। তিনি বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রে পরিণত হতে পারে।

বুধবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

জয়নুল ফারুক বলেন, “ড. মুহাম্মদ ইউনূস এদেশের জন্য সম্মান এনেছেন। অথচ তাকে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। এটি দেশের জন্য কল্যাণকর নয়।”

তিনি অভিযোগ করে বলেন, দেশে সংস্কারের নামে শুধু সময়ক্ষেপণ করা হচ্ছে। এর আড়ালে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, যাতে সুষ্ঠু নির্বাচন ও জনগণের মতপ্রকাশ বাধাগ্রস্ত হয়। নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। অথচ কিছু মহল দাবা খেলার মতো করে রাজনীতি চালিয়ে যাচ্ছে।

ফারুক আরও বলেন, “জনগণ আর শেখ হাসিনাকে চায় না। বিচার না হওয়া পর্যন্ত দেশের মানুষ তাকে ফিরতে দেবে না। দেশের ৭১ ভাগ মানুষ নির্বাচন চায় এটা স্পষ্ট। তাই এমন কোনো সংস্কার গ্রহণ করা যাবে না, যার ফলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পেয়ে যায়।”

তিনি আরও বলেন, জনগণের ইচ্ছাই দেশের মূল চালিকা শক্তি। তাই নির্বাচিত সরকারকেই দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকতে হবে। কোনো অনির্বাচিত শক্তি কিংবা অগণতান্ত্রিক পন্থায় এসব সিদ্ধান্ত নেওয়া হলে দেশ চরম বিপদের মুখে পড়তে পারে।

সমাবেশে অন্যান্য নেতারাও বর্তমান পরিস্থিতিতে সরকারকে দায়ী করে বলেন, জনগণের দাবি অনুযায়ী নির্বাচনই এখন একমাত্র সমাধান। অগণতান্ত্রিক পথ পরিহার করে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এই সমাবেশের মাধ্যমে নেতারা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ দেশ এখন এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে।

নিউজটি শেয়ার করুন

মিয়ানমারে সহায়তার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: ফারুক

আপডেট সময় ০২:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, মিয়ানমারে মানবিক সহায়তা পাঠাতে করিডরের দরকার নেই। বাংলাদেশের নিজস্ব সক্ষমতা রয়েছে, যা দিয়েই এই সহায়তা দেওয়া সম্ভব। তিনি বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রে পরিণত হতে পারে।

বুধবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

জয়নুল ফারুক বলেন, “ড. মুহাম্মদ ইউনূস এদেশের জন্য সম্মান এনেছেন। অথচ তাকে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। এটি দেশের জন্য কল্যাণকর নয়।”

তিনি অভিযোগ করে বলেন, দেশে সংস্কারের নামে শুধু সময়ক্ষেপণ করা হচ্ছে। এর আড়ালে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, যাতে সুষ্ঠু নির্বাচন ও জনগণের মতপ্রকাশ বাধাগ্রস্ত হয়। নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। অথচ কিছু মহল দাবা খেলার মতো করে রাজনীতি চালিয়ে যাচ্ছে।

ফারুক আরও বলেন, “জনগণ আর শেখ হাসিনাকে চায় না। বিচার না হওয়া পর্যন্ত দেশের মানুষ তাকে ফিরতে দেবে না। দেশের ৭১ ভাগ মানুষ নির্বাচন চায় এটা স্পষ্ট। তাই এমন কোনো সংস্কার গ্রহণ করা যাবে না, যার ফলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পেয়ে যায়।”

তিনি আরও বলেন, জনগণের ইচ্ছাই দেশের মূল চালিকা শক্তি। তাই নির্বাচিত সরকারকেই দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকতে হবে। কোনো অনির্বাচিত শক্তি কিংবা অগণতান্ত্রিক পন্থায় এসব সিদ্ধান্ত নেওয়া হলে দেশ চরম বিপদের মুখে পড়তে পারে।

সমাবেশে অন্যান্য নেতারাও বর্তমান পরিস্থিতিতে সরকারকে দায়ী করে বলেন, জনগণের দাবি অনুযায়ী নির্বাচনই এখন একমাত্র সমাধান। অগণতান্ত্রিক পথ পরিহার করে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এই সমাবেশের মাধ্যমে নেতারা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ দেশ এখন এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে।