ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গ্রেনাডায় ১৩৩ রানের বড় জয়ে সিরিজ নিজেদের করলো অস্ট্রেলিয়া ইলন মাস্কের নতুন রাজনৈতিক দলের ঘোষণা ‘হাস্যকর’: মন্তব্য ট্রাম্পের আজ শেষ আফগানদের জন্য ইরান ছাড়ার সময়সীমা, গ্রেপ্তারের হুঁশিয়ারি দেশে মবের কোনো বিচার হচ্ছে না, প্রতিবাদ করার সাহস পাচ্ছে না মানুষ: মাসুদ কামাল গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারালেন অন্তত ৮২ ফিলিস্তিনি ইয়েমেনের হোদেইদাহ এলাকায় ইসরায়েলের ২০ টি হামলা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা হজ শেষে দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি বাংলাদেশি হাজি ইসরায়েলের বিমানবন্দরে ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, কার্যক্রম বন্ধ টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২, নিখোঁজ ৪১

মহেশপুর সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ ২৬ বাংলাদেশি আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 33

ছবি সংগৃহীত

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ ২৬ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৭ মে) বিকেলে ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত বিজিবির কুসুমপুর, বেনীপুর, বাঘাডাঙ্গা, মাধবখালী এবং কুমিল্লাপাড়া বিওপির টহল দল যৌথভাবে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ২৬ জন বাংলাদেশিকে আটক করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন ৫ জন পুরুষ, ১৩ জন নারী এবং ৮ জন শিশু। তারা সবাই যশোর, নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এদিকে একই দিনে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধোপাখালী বাজারের পেছনের একটি পাকা রাস্তা থেকে মাদকবিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আটক নারীদের যশোরে অবস্থিত জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে বলে জানান তিনি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান রোধে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। নিরাপত্তা বাহিনীর কঠোর তৎপরতায় সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

নিউজটি শেয়ার করুন

মহেশপুর সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ ২৬ বাংলাদেশি আটক

আপডেট সময় ০৭:০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ ২৬ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৭ মে) বিকেলে ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত বিজিবির কুসুমপুর, বেনীপুর, বাঘাডাঙ্গা, মাধবখালী এবং কুমিল্লাপাড়া বিওপির টহল দল যৌথভাবে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ২৬ জন বাংলাদেশিকে আটক করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন ৫ জন পুরুষ, ১৩ জন নারী এবং ৮ জন শিশু। তারা সবাই যশোর, নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এদিকে একই দিনে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধোপাখালী বাজারের পেছনের একটি পাকা রাস্তা থেকে মাদকবিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আটক নারীদের যশোরে অবস্থিত জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে বলে জানান তিনি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান রোধে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। নিরাপত্তা বাহিনীর কঠোর তৎপরতায় সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।