ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

ভারত-পাকিস্তানের বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, বন্ধ জাহাজ চলাচল ও বাণিজ্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৩:১২ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 36

ছবি সংগৃহীত

 

কাশ্মীর ইস্যু ঘিরে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তান এবার সমুদ্রপথে জাহাজ চলাচলে কড়া অবস্থান নিয়েছে। পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে দু’দেশই একে অপরের পতাকাবাহী জাহাজকে নিজেদের বন্দরে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। একই সঙ্গে বাণিজ্য ও ডাক আদান-প্রদানে আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ।

ভারতের জাহাজ চলাচল বিষয়ক বিভাগের মহাপরিচালক শনিবার এক বিবৃতিতে জানান, পাকিস্তানের পতাকাবাহী কোনো জাহাজকে ভারতের বন্দরে প্রবেশ করতে দেওয়া হবে না। একইভাবে ভারতের জাহাজও পাকিস্তানের কোনো বন্দরে যাবে না। তিনি বলেন, “ভারতীয় জনগণ, সম্পদ ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

পাল্টা ব্যবস্থা হিসেবে রবিবার পাকিস্তানের সমুদ্রবিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ বন্দর ও জাহাজ চলাচল বিভাগ জানায়, সাম্প্রতিক পরিস্থিতির কারণে জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থ ও সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ পাকিস্তানের বন্দরে ঢুকতে পারবে না। একইসঙ্গে পাকিস্তানি জাহাজও ভারতের কোনো বন্দরে যাবে না। তবে কোনো ব্যতিক্রমী ক্ষেত্রে নিরীক্ষার পর ‘কেস-টু-কেস’ ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় পাকিস্তান।

এদিকে, ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়, পাকিস্তান থেকে আসা সব ধরনের পণ্যের আমদানি ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। সরাসরি বা পরোক্ষভাবে পাকিস্তান থেকে আসা কোনো পণ্য এখন থেকে গ্রহণ করবে না ভারত। এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

ভারতের যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান থেকে আকাশ ও স্থলপথে পাঠানো সব ধরনের ডাক ও পার্সেলও নিষিদ্ধ করা হয়েছে।

চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান শনিবার জানায়, তারা স্বল্পপাল্লার ‘আবদালি’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র ৪৫০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সেনাদের প্রস্তুতি ও কারিগরি সক্ষমতা যাচাই করতেই এ পরীক্ষা চালানো হয়েছে।

এর আগে গত ২২ এপ্রিল ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান ২৬ জন, যাঁদের বেশিরভাগই ছিলেন পর্যটক। এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে নয়াদিল্লি, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। এরপর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে ফের চরম উত্তেজনা দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভারত-পাকিস্তানের বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, বন্ধ জাহাজ চলাচল ও বাণিজ্য

আপডেট সময় ১২:২৩:১২ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

 

কাশ্মীর ইস্যু ঘিরে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তান এবার সমুদ্রপথে জাহাজ চলাচলে কড়া অবস্থান নিয়েছে। পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে দু’দেশই একে অপরের পতাকাবাহী জাহাজকে নিজেদের বন্দরে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। একই সঙ্গে বাণিজ্য ও ডাক আদান-প্রদানে আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ।

ভারতের জাহাজ চলাচল বিষয়ক বিভাগের মহাপরিচালক শনিবার এক বিবৃতিতে জানান, পাকিস্তানের পতাকাবাহী কোনো জাহাজকে ভারতের বন্দরে প্রবেশ করতে দেওয়া হবে না। একইভাবে ভারতের জাহাজও পাকিস্তানের কোনো বন্দরে যাবে না। তিনি বলেন, “ভারতীয় জনগণ, সম্পদ ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

পাল্টা ব্যবস্থা হিসেবে রবিবার পাকিস্তানের সমুদ্রবিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ বন্দর ও জাহাজ চলাচল বিভাগ জানায়, সাম্প্রতিক পরিস্থিতির কারণে জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থ ও সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ পাকিস্তানের বন্দরে ঢুকতে পারবে না। একইসঙ্গে পাকিস্তানি জাহাজও ভারতের কোনো বন্দরে যাবে না। তবে কোনো ব্যতিক্রমী ক্ষেত্রে নিরীক্ষার পর ‘কেস-টু-কেস’ ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় পাকিস্তান।

এদিকে, ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়, পাকিস্তান থেকে আসা সব ধরনের পণ্যের আমদানি ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। সরাসরি বা পরোক্ষভাবে পাকিস্তান থেকে আসা কোনো পণ্য এখন থেকে গ্রহণ করবে না ভারত। এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

ভারতের যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান থেকে আকাশ ও স্থলপথে পাঠানো সব ধরনের ডাক ও পার্সেলও নিষিদ্ধ করা হয়েছে।

চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান শনিবার জানায়, তারা স্বল্পপাল্লার ‘আবদালি’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র ৪৫০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সেনাদের প্রস্তুতি ও কারিগরি সক্ষমতা যাচাই করতেই এ পরীক্ষা চালানো হয়েছে।

এর আগে গত ২২ এপ্রিল ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান ২৬ জন, যাঁদের বেশিরভাগই ছিলেন পর্যটক। এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে নয়াদিল্লি, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। এরপর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে ফের চরম উত্তেজনা দেখা দিয়েছে।