ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

গুলশানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়িতে অভিযান, গ্রেফতার ৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 44

ছবি সংগৃহীত

 

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ মে) রাত ও শনিবার (৩ মে) দিনব্যাপী রাজধানীর গুলশানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাসায় অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। পরে শনিবার রাত পৌনে ৮টার দিকে তাদের থানায় আনা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ রানা ও সাফি মীর, ছাত্রলীগের কর্মী আবিদ হোসেন এবং হৃদয় হোসেন। তারা সবাই গড়পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল রাতে মানিকগঞ্জ সদর উপজেলার চান্দর গ্রামে চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিত অগ্নিসংযোগ বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকেই সন্দেহভাজনদের শনাক্তে অভিযান চালানো হচ্ছিল।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে, প্রয়োজনে আরও গ্রেফতার হতে পারে।”

স্থানীয়রা জানান, মানবেন্দ্র ঘোষ একজন পরিচিত চারুশিল্পী ও সমাজ সচেতন নাগরিক। তার বাড়িতে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা নিয়ে শুরু থেকেই নানা গুঞ্জন চলছিল।

এদিকে গ্রেফতার হওয়া ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় সামনে আসায় বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলেও উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে যেকোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকেই শিল্পীর প্রতি সহানুভূতি প্রকাশ করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পুলিশ বলছে, তদন্ত শেষে পুরো ঘটনার পেছনের কারণ ও দায়ীদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নিউজটি শেয়ার করুন

গুলশানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়িতে অভিযান, গ্রেফতার ৫

আপডেট সময় ১১:৩২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

 

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ মে) রাত ও শনিবার (৩ মে) দিনব্যাপী রাজধানীর গুলশানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাসায় অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। পরে শনিবার রাত পৌনে ৮টার দিকে তাদের থানায় আনা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ রানা ও সাফি মীর, ছাত্রলীগের কর্মী আবিদ হোসেন এবং হৃদয় হোসেন। তারা সবাই গড়পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল রাতে মানিকগঞ্জ সদর উপজেলার চান্দর গ্রামে চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিত অগ্নিসংযোগ বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকেই সন্দেহভাজনদের শনাক্তে অভিযান চালানো হচ্ছিল।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে, প্রয়োজনে আরও গ্রেফতার হতে পারে।”

স্থানীয়রা জানান, মানবেন্দ্র ঘোষ একজন পরিচিত চারুশিল্পী ও সমাজ সচেতন নাগরিক। তার বাড়িতে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা নিয়ে শুরু থেকেই নানা গুঞ্জন চলছিল।

এদিকে গ্রেফতার হওয়া ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় সামনে আসায় বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলেও উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে যেকোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকেই শিল্পীর প্রতি সহানুভূতি প্রকাশ করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পুলিশ বলছে, তদন্ত শেষে পুরো ঘটনার পেছনের কারণ ও দায়ীদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।