নিষেধাজ্ঞা ও মতবিরোধে ইরান-যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনা স্থগিত

- আপডেট সময় ১১:৩১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / 24
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু ইস্যুতে চতুর্থ দফার পরোক্ষ আলোচনা স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে ইরান ও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যে চলমান মতবিরোধ এবং ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
ইতালির রোমে আজ শনিবার চতুর্থ দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা শেষ মুহূর্তে বাতিল করা হয়। এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দফা পরোক্ষ আলোচনা সম্পন্ন হয়েছে। আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের ওপর—এমনটিই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র আলোচনার সময়ে নিষেধাজ্ঞা জারি করে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় বিঘ্ন ঘটাচ্ছে। ইরানের এক কর্মকর্তা বলেন, “যখন আলোচনার টেবিলে দ্বিপাক্ষিক সমঝোতা নিয়ে আলোচনা চলছে, তখন নিষেধাজ্ঞা আরোপ কৌশলগত ভুল। যুক্তরাষ্ট্রের আচরণ আলোচনার পরিবেশকে বাধাগ্রস্ত করছে।”
ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিতব্য রোম বৈঠক যৌথভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দুই পক্ষ। ওমানের তরফ থেকে জানানো হয়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী বৈঠকটি ৩ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ‘যৌক্তিক ও কৌশলগত কারণে’ তারিখ পরিবর্তন করতে হচ্ছে।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, যুক্তরাষ্ট্র এখনো তাদের অংশগ্রহণ নিশ্চিত করেনি। ফলে পরবর্তী আলোচনার সময় ও স্থান এখনও চূড়ান্ত হয়নি। তবে অচিরেই নতুন তারিখ ঘোষণা করা হতে পারে বলেও জানিয়েছে সূত্রটি।
এদিকে, আলোচনার ঠিক আগের দিন, গত বুধবার ইরানের বেশ কয়েকটি জ্বালানি কোম্পানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। এর পরদিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যেসব দেশ ইরান থেকে জ্বালানি আমদানি করবে, তাদের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হবে।”
এই ঘটনার পরই ইরান সিদ্ধান্ত নেয় আলোচনার প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার।