ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাইয়ে মোটরসাইকেল বিক্রির নামে ফাঁদ পেতে ছিনতাই, ৭ যুবক গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / ৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

 

চট্টগ্রামের মিরসরাইয়ে ফেসবুকে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে ক্রেতাকে ফাঁদে ফেলে টাকা ছিনতাইয়ের অভিযোগে সাত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং মঙ্গলবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো মিরসরাই পৌরসভার বটতল এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে ওয়াছি আলম শান্ত (১৯), মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামের দিদারুল আলমের ছেলে মোহাম্মদ সবুজ (২০), খৈয়াছড়া ইউনিয়নের বাদামতলী এলাকার কবির হোসেনের ছেলে আরিফুল ইসলাম (১৯), তারাকাটিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সোহেল রানা (২০), ইছাখালী গ্রামের মোহাম্মদ ইউসুফের ছেলে মোহাম্মদ হৃদয় (১৯), পশ্চিম মিরসরাই এলাকার শামসুল হকের ছেলে তারিকুল ইসলাম রিফাত (১৯) এবং নোয়াখালীর সেনবাগ থানার জমিদারহাট এলাকার এমরান হোসেনের ছেলে রিয়াজ হোসেন (১৯)।

পুলিশ জানায়, চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে মাহমুদুল হাসান ফেসবুকে কম দামে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেখে আগ্রহ প্রকাশ করেন। মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে মঙ্গলবার মিরসরাইয়ে আসলে সন্ধ্যায় মা ও শিশু হাসপাতালের সামনে তাকে আটকায় অভিযুক্তরা। প্রাণনাশের হুমকি দিয়ে মাহমুদুল হাসানকে মারধর করে সঙ্গে থাকা ৬৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় তারা।

ঘটনার পর মাহমুদুল হাসানের মা নাছিমা বেগম মিরসরাই থানায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায়, আটককৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য, যারা ফেসবুকে কম দামে মোটরসাইকেল বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে আগ্রহী ক্রেতাদের মিরসরাইয়ে এনে কৌশলে নিয়ন্ত্রণে নিয়ে ছিনতাই করে। কখনও টাকাসহ মোবাইল, মানিব্যাগও ছিনিয়ে নেয় তারা।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “ভুক্তভোগীর অভিযোগের পরপরই অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।”

পুলিশের ভাষ্যমতে, চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

মিরসরাইয়ে মোটরসাইকেল বিক্রির নামে ফাঁদ পেতে ছিনতাই, ৭ যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৫৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

 

চট্টগ্রামের মিরসরাইয়ে ফেসবুকে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে ক্রেতাকে ফাঁদে ফেলে টাকা ছিনতাইয়ের অভিযোগে সাত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং মঙ্গলবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো মিরসরাই পৌরসভার বটতল এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে ওয়াছি আলম শান্ত (১৯), মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামের দিদারুল আলমের ছেলে মোহাম্মদ সবুজ (২০), খৈয়াছড়া ইউনিয়নের বাদামতলী এলাকার কবির হোসেনের ছেলে আরিফুল ইসলাম (১৯), তারাকাটিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সোহেল রানা (২০), ইছাখালী গ্রামের মোহাম্মদ ইউসুফের ছেলে মোহাম্মদ হৃদয় (১৯), পশ্চিম মিরসরাই এলাকার শামসুল হকের ছেলে তারিকুল ইসলাম রিফাত (১৯) এবং নোয়াখালীর সেনবাগ থানার জমিদারহাট এলাকার এমরান হোসেনের ছেলে রিয়াজ হোসেন (১৯)।

পুলিশ জানায়, চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে মাহমুদুল হাসান ফেসবুকে কম দামে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেখে আগ্রহ প্রকাশ করেন। মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে মঙ্গলবার মিরসরাইয়ে আসলে সন্ধ্যায় মা ও শিশু হাসপাতালের সামনে তাকে আটকায় অভিযুক্তরা। প্রাণনাশের হুমকি দিয়ে মাহমুদুল হাসানকে মারধর করে সঙ্গে থাকা ৬৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় তারা।

ঘটনার পর মাহমুদুল হাসানের মা নাছিমা বেগম মিরসরাই থানায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায়, আটককৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য, যারা ফেসবুকে কম দামে মোটরসাইকেল বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে আগ্রহী ক্রেতাদের মিরসরাইয়ে এনে কৌশলে নিয়ন্ত্রণে নিয়ে ছিনতাই করে। কখনও টাকাসহ মোবাইল, মানিব্যাগও ছিনিয়ে নেয় তারা।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “ভুক্তভোগীর অভিযোগের পরপরই অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।”

পুলিশের ভাষ্যমতে, চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।