০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর ট্রাম্প: বিরোধী দেশে শুল্ক আরোপের হুমকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন বিবেচনা করছে জার্মানি চীনা বৈদ্যুতিক গাড়ির উপর শুল্ক কমালো কানাডা খালে পড়ে ট্রাক, পাকিস্তানে একই পরিবারের ১৪ জনের মৃত্যু সিলেটে তিন বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ২, আহত ১০ ঢাকায় আংশিক মেঘলা ও কুয়াশার সম্ভাবনা অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ ঢাকায় সকাল কুয়াশা, দিনের বেলা শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

চট্টগ্রামের বাঁশখালী উপকূলে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 131

ছবি সংগৃহীত

 

চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের খুদুকখালী বেড়িবাঁধ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে বেড়িবাঁধ লাগোয়া সাগরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারা জানান, মরদেহের গায়ে একাধিক আঘাতের চিহ্ন ছিল, যা দেখে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।”

তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, বিশেষ করে যেহেতু মরদেহটি আঘাতের চিহ্নসহ পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, মরদেহটি বেশ কিছুদিন পানিতে ছিল বলে মনে হচ্ছে। পরনের পোশাক এবং শরীরের অবস্থা দেখে এ ধারণা করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ঘটনায় কেউ নিখোঁজ রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশপাশি, আশপাশের থানাগুলোতে নিখোঁজ সংক্রান্ত কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে কিনা সেটিও যাচাই করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামের বাঁশখালী উপকূলে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৩:৫৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

 

চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের খুদুকখালী বেড়িবাঁধ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে বেড়িবাঁধ লাগোয়া সাগরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারা জানান, মরদেহের গায়ে একাধিক আঘাতের চিহ্ন ছিল, যা দেখে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।”

তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, বিশেষ করে যেহেতু মরদেহটি আঘাতের চিহ্নসহ পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, মরদেহটি বেশ কিছুদিন পানিতে ছিল বলে মনে হচ্ছে। পরনের পোশাক এবং শরীরের অবস্থা দেখে এ ধারণা করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ঘটনায় কেউ নিখোঁজ রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশপাশি, আশপাশের থানাগুলোতে নিখোঁজ সংক্রান্ত কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে কিনা সেটিও যাচাই করা হচ্ছে।