নির্বাচন কমিশন মতামত ছাড়াই ইশরাক হোসেনের গেজেট প্রকাশ : আসিফ নজরুল

- আপডেট সময় ০৭:২৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / 23
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য অপেক্ষা করেনি নির্বাচন কমিশন (ইসি)। মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট জারি করেছে ইসি।
সোমবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ইশরাক হোসেনের গেজেট প্রকাশ হবে কিনা, তা জানতে চেয়ে নির্বাচন কমিশন আমাদের কাছে মতামত চেয়েছিল। যদিও নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের আমাদের মতামত নেওয়ার প্রয়োজন ছিল না। তারা নিজেরাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে।”
তিনি আরও বলেন, “আমাদের কাছে যখন মতামতের জন্য পাঠানো হয়, তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তার সঙ্গে আলোচনা করি। জানতে পারি, নির্বাচনী প্লেইন্ড পরিবর্তন করা যায় না, কারণ এ বিষয়ে হাইকোর্টের রায় রয়েছে। তবে ইশরাক সাহেব পরে প্লেইন্ড পরিবর্তন করেছিলেন। এ কারণে আমরা দ্বিধায় ছিলাম, এটি গেজেট হবে নাকি আপিল করতে হবে। কিন্তু নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেনি, তারা নিজেরাই গেজেট প্রকাশ করেছে। এখানে আমাদের কিছু বলার নেই।”
এদিকে, ইরেশ জাকেরের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা এবং তা বাণিজ্যিক বা বিদ্বেষমূলক কিনা—এমন প্রশ্নে ড. আসিফ নজরুল বলেন, “বাংলাদেশের আইনে মামলা করার ক্ষেত্রে কোনো বাধা নেই। যে কেউ যেকোনো বিষয়ে মামলা করতে পারে। তবে বর্তমানে অনেক হয়রানিমূলক ও বিদ্বেষপূর্ণ মামলা হচ্ছে। কারও জমি বা ব্যবসা দখলের জন্য মামলা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। মামলা হওয়ার পর আমরা পুলিশ প্রশাসন ও আদালতের মাধ্যমে প্রতিকার দেওয়ার চেষ্টা করছি। তবে মামলা বেড়ে যাওয়ায় আমাদের কাজ করতে কঠিন হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমরা কাউকে মামলা করতে বাধা দিতে পারি না। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, অভিযোগ সুনির্দিষ্ট না হলে কাউকে যেন গ্রেপ্তার করা না হয়। আমরা আদালতের মাধ্যমে প্রতিকার দিতে কাজ করছি। ইরেশ জাকেরসহ যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের খুঁজে বের করে জনগণের সামনে তুলে ধরার অনুরোধ জানাচ্ছি। সরকারও প্রয়োজন হলে আইনগত পরিবর্তনের চেষ্টা করবে।”