শিরোনাম :
পুরানা পল্টনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
রাজধানীর পুরানা পল্টনের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৯টা ১৭ মিনিটে পুরানা পল্টনের একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ‘ল’ চেম্বারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দ্রুত পদক্ষেপ নিয়ে সকাল ৯টা ২৪ মিনিটে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তবে এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ কিংবা কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।