বাংলাদেশে এখনো অন্তর্বর্তীকালীন সরকারকে ভালো সমাধান মনে করছে মানুষ: মুহাম্মদ ইউনূস

- আপডেট সময় ১০:৪০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
বাংলাদেশের মানুষ এখনো মনে করে, অন্তর্বর্তীকালীন সরকারই তাদের জন্য ভালো সমাধান। তারা এখনো সরাসরি বলছে না, এই সরকার চলে যাক। এমন মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২৭ এপ্রিল) আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ‘মুহাম্মদ ইউনূস: রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ?’ শিরোনামে সাক্ষাৎকারটি আল–জাজিরার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
সাক্ষাৎকারের উপস্থাপক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে প্রশ্ন করেন, শেখ হাসিনার পতনের পর যেটিকে অনেকেই ‘মধুচন্দ্রিমা’ বলছেন, সেটি কি এখন শেষ? এবং সামনে যেসব বড় চ্যালেঞ্জ রয়েছে, তার সুনির্দিষ্ট জবাব কি সরকারের আছে?
প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, “মধুচন্দ্রিমা শেষ হয়েছে কি না, সেটা বড় কথা নয়। বাংলাদেশের সাধারণ মানুষ এখনো বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারই উপযুক্ত। তারা এখনো সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের দাবি জানাচ্ছে না। বরং তারা চাইছে, এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করুক। সরকারও সেই লক্ষ্যে কাজ করছে।”
রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমরা আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, এই মানুষগুলো যেন নিরাপদে তাদের ঘরে ফিরতে পারে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে রোহিঙ্গাদের স্বদেশে নিরাপদ পুনর্বাসনের পথ খুঁজে বের করার চেষ্টা চলছে।”
আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে কি না এই প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, “দলটি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তারা নির্বাচন করবে কি না, সেটা তাদের নিজস্ব বিষয়। আর নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেটাও গুরুত্বপূর্ণ। আমরা এখনো এ বিষয়ে অপেক্ষায় আছি।”
এই সাক্ষাৎকারে দেশের রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের অবস্থান এবং রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। ড. ইউনূসের মতে, জনগণের আস্থার প্রতি শ্রদ্ধা রেখেই সরকার কাজ করে যাচ্ছে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই ভবিষ্যৎ নির্ধারিত হবে।