বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রপ্তানি হলো ৭১৪ টন আলু

- আপডেট সময় ০৭:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / 37
ভারত-বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল হলেও পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে পণ্য রপ্তানি স্বাভাবিক রয়েছে। বরং সম্প্রতি নেপালে আলু রপ্তানির পরিমাণ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) চতুর্দেশীয় এই স্থলবন্দর দিয়ে ৭১৪ মেট্রিক টন আলু নেপালে পাঠানো হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মোট ৬ হাজার ৯৫১ মেট্রিক টন আলু রপ্তানি হলো।
বাংলাবান্ধা উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন পরিদর্শক উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নেপালের মানুষ বাংলাদেশে উৎপাদিত আলু অনেক পছন্দ করেন। তাদের চাহিদা মেটাতেই এখন নিয়মিত আলু রপ্তানি হচ্ছে। এখন পর্যন্ত ৬ হাজার ৯৫১ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এতে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, তেমনি দেশের কৃষকরাও ভালো দাম পাচ্ছেন বলে আশা করা যায়।’
রপ্তানি হওয়া আলুগুলো স্টারিক জাতের, যা দেশের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে। নিয়মিত রপ্তানিকারক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে থিংস টু সাপ্লাই, জাফরান অ্যাগ্রো, ফাস্ট ডেলিভারি, হোসেন এন্টারপ্রাইজ, আমিন ট্রেডার্স, স্বাধীন এন্টারপ্রাইজ ও মিয়ামি ট্রেডিং।
প্রথমদিকে প্রতিদিন ২০০ থেকে ৩০০ মেট্রিক টন আলু রপ্তানি হলেও বর্তমানে সেই পরিমাণ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এতে করে সীমান্ত অঞ্চলের কৃষকরা লাভবান হচ্ছেন এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।